পাঁচমিশালি বিশ্বের সব থেকে দামি মাছ কোনটি জানেন? একটি মাছের দামে পাঁচটা বাড়ি-গাড়ি হয়ে যাবে! Gallery October 14, 2024 Bangla Digital Desk বাঙালির তো মাছ ছাড়া চলে না! আর বাঙালির কাছে মাছের রাজা হল ইলিশ। পদ্মার ইলিশ কখন বাজারে আসবে, মুখিয়ে থাকে বাঙালিরা! এই মাছের দামও অনেক বেশি হয়। তবে মাছ বেশি ধরা পড়লে দাম কমেও বটে! কিন্তু জানেন কি বিশ্বের সব থেকে দামি মাছের নাম? এই মাছের দাম ও গুণ জানলে অবাক হবেন! বিশ্বের সব থেকে দামি মাছটি সাধারণত এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে স্বাদু জলেই দেখতে পাওয়া যায়! ধবধবে সাদা রঙেরই বেশি হয় এই মাছ! তবে মাঝে মধ্যে একটু হালকা অরেঞ্জ রং-ও দেখা যায় এদের গায়ে! মাছটির নাম ‘প্ল্যাটিনাম অ্যারোওয়ানা’! এই মাছ সাধারণত চার ফুট লম্বা হয়! এরা জলের নীচে মাছ, এমনকি পাখি মাছ ধরতে হলে সেই পাখিকেও এই মাছ ধরে খেয়ে নিতে পারে! সাপ পর্যন্ত গিলে নেয় এই মাছ! ইঁদুরও খেয়ে নেয়! কিন্তু এই মাছের দাম জানলে অবাক হতে হয়! কেন এত দাম এই মাছের? আসলে এই মাছকে বলা হয় সৌভাগ্যের প্রতীক। মনে করা হয় এই মাছ সৌভাগ্য নিয়ে আসে। বহু ধন কুবেররা এই মাছ কেনার জন্য যা খুশি দাম দিতে রাজি থাকে! নিলামে বিক্রি হয় এই মাছ! দাম জানলে চোখ কপালে উঠবে! এই মাছটির দাম মার্কিন ডলারে ৪-লক্ষ! ভারতীয় মুদ্রায় তিন কোটি টাকা! চার-পাঁচ কোটিতেও নিলাম হয় এই মাছ! ঘরের শোভা বাড়াতেই এই মাছ কেনেন ধন কুবেররা! এই মাছের যা দাম গোটা জীবনে এত টাকার মুখ দেখে না কোটি কোটি মানুষ! এই টাকায় পাঁচটা বাড়ি শুধু না গাড়ি, মহল সব হয়ে যাবে!