ভয়ঙ্কর ঘটনা

Accident: দুই গাড়ির মাঝে পড়ে গেল ছোট গাড়ি, মুহূর্তে শেষ ৫ জনের জীবন! ৪ জনই কলেজ পড়ুয়া

কানপুর: ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তরপ্রদেশের কানপুরে। মৃত্যু হল ৫ জনের। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কানপুরের রুমা-ভাউন্তি উড়ালপুলের উপর। এই ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে চার কলেজ পড়ুয়া। মারা গিয়েছেন গাড়ির চালকও। জানা গিয়েছে, কানপুর শহরের অদূরে রুমা-ভাউন্তি উড়ালপুলের উপর দুটি দ্রুতগতির ট্রাকের মাঝে পড়ে যায় একটি ছোট গাড়ি।

সেই গাড়িতেই কলেজে যাচ্ছিলেন চার পড়ুয়া। দুটি ট্রাকের মাঝে পড়ে চিঁড়েচ্যাপ্টা হয়ে যায় কলেজগামী ছোট গাড়িটি। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যাওয়া গাড়িটি গ্যাস কাটার দিয়ে কেটে প্রত্যেকের দেহ উদ্ধার করতে হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি কবে? ‘উদ্বেগজনক’ বিষয় জানাবেন ইন্দিরা জয়সিং

পুলিশ জানিয়েছেন, মৃতরা হলেন কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্রী আয়ূষী পটেল, কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী গরিমা ত্রিপাঠী, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র সতীশ কুমার এবং ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র প্রতীক সিং।

মৃত প্রত্যেকেই প্রাণবীর সিং ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের ছাত্রছাত্রী। গাড়ির চালকের নাম বিজয় সাহু। দুর্ঘটনার পর দুটি ট্রাকের চালকই পালিয়ে যায়। ঘাতক ট্রাক দুটি আটক করেছে পুলিশ। পাঁচজনের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।