উত্তর ২৪ পরগনা: আধুনিকতার যুগে মুঠো ফোনে বন্দি হয়েছে গোটা দুনিয়া। সেই জায়গায় কিছুটা হলেও হারিয়ে যেতে বসা পুতুল নাচ ঘিরেই মানুষের উৎসাহ চোখে পড়ল অশোকনগর গোলবাজার এলাকায়। উৎসব উপলক্ষেই এই পুতুল নাচের আয়োজন করা হয়েছে বাজার সমিতির তরফে। এলাকার মানুষদের হারিয়ে যেতে বসা বাংলার ঐতিহ্যের পুতুল নাচ তুলে ধরতেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে। এক সময়ে গ্রামবাংলার বিনোদনের অন্যতম মাধ্যম ছিল এই পুতুল নাচ।
আরও পড়ুন: চোট কেড়ে নিয়েছে স্বপ্ন! বর্তমানে করেন হোম ডেলিভারির কাজ, বিনামূল্যে করান ফুটবল কোচিং
গানের তালে তালে ঐতিহ্যবাহী ঘটনার সঙ্গে বাদ্যযন্ত্র ও সুরের মূর্ছনায় সুতোতে ঝোলানো পুতুলের নৃত্য দেখতে গ্রামবাংলার কচিকাঁচা থেকে মহিলা সহ সকল মানুষই ভিড় জমিয়েছিলেন এই পুতুল নাচ দেখতে। তবে, এখন আর সেভাবে দেখা মেলে না এই পুতুল নাচ শিল্পের। অভাবের তাড়নায় নতুন প্রজন্মও মুখ ফিরিয়েছে এই শিল্পকলা থেকে। ফলে, পুরনো প্রজন্মের গুটি কয়েক লোকেরাই বাঁচিয়ে রেখেছেন এই লোকসংস্কৃতিকে।
আরও পড়ুন: ফেলে দেওয়া ট্রেনের টিকিটেই ফুটে উঠলেন সঙ্গীত সম্রাজ্ঞী, রেকর্ড বনগাঁর তরুণ শিল্পীর
গ্রামবাংলার বিভিন্ন মেলা, উৎসবে জেলা সহ রাজ্যের নানা প্রান্তে এই পুতুল নাচ পরিবেশন করেই এখনও রোজগার করছেন বেশ কিছু শিল্পী। লোকে ভুলতে বসেছে বাংলার ঐতিহ্যের পুতুল নাচ তাই তার প্রতি আকর্ষণ ফেরাতেই শিল্পী ও কলাকুশলীরা এদিন পরিবেশন করলেন পুতুল নাচ। আর বেশ কয়েক দিন ধরে চলা এই পুতুল নাচ দেখতেই এখন ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল অশোকনগর গোল বাজারে এলাকায়। কচিকাঁচারাও এই পুতুল নাচ দেখে বেশ খুশি। আর এভাবেই বাংলার ঐতিহ্যের পুতুল নাচকে বাঁচিয়ে রেখেছেন শিল্পীরা।
Rudra Narayan Roy