কবে উপনির্বাচন বাংলায়?

West Bengal By Election dates: রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচনের দামামা! দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন

কলকাতা: নভেম্বরে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন, সেই সঙ্গে উপনির্বাচন হবে পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনে। কবে অনুষ্ঠিত হবে উপনির্বাচন? বিস্তারিত ঘোষণা করল নির্বাচন কমিশন।

রাজ্যের বিধানসভা আসনগুলিতে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে উপনির্বাচন। ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। ছ’টি আসনের মধ্যে রয়েছে-সিতাই, মাদারিহাট, হাড়োয়া, মেদিনীপুর, নৈহাটি, তালড্যাংড়া। ছয় বিধানসভা আসনেই প্রার্থীরা পদত্যাগ করে লোকসভা ভোটে লড়েন।

আরও পড়ুন: কিছু কিছু টয়লেটের বাইরে লেখা থাকে WC… জানেন এই WC-এর অর্থ কি?

বিধায়ক পদ ছেড়ে লোকসভা নির্বাচনে লড়ে সাংসদ হন ৬ জনই। বিধায়ক পদ ছেড়ে সাংসদ হন জগদীশ চন্দ্র বসুনিয়া, মনোজ টিগ্গা, হাজি নুরুল ইসলাম, জুন মালিয়া, পার্থ ভৌমিক এবং অরূপ চক্রবর্তী। এর মধ্যে হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম পদত্যাগ করে বসিরহাট কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়েন এবং বসিরহাটের সাংসদ হন।

আরও পড়ুন: কলকাতায় দুর্ঘটনায় মৃত আরোহী! যুবকের মৃত্যুতে ষড়যন্ত্রের অভিযোগ, ধৃত বাইকের সহযাত্রী প্রেমিকা

কিছুদিন আগে হাজি নুরুল ইসলাম মারা গিয়েছেন। ফলে বসিরহাট লোকসভা আসনেও উপনির্বাচন হতে পারে। এই ছয় আসনের ৫টি আসন বিধানসভায় তৃণমূলের দখলে ছিল। মাদারিহাট একমাত্র বিজেপির দখলে ছিল। এবার কী হয় সেটাই দেখার।