আলিপুরদুয়ার: বাঙালিদের বিজয়া দশমী উৎসবের সঙ্গেই শুরু হয়েছে নেপালিদের দশাই উৎসব। ডুয়ার্সের নেপালি সম্প্রদায়ের মানুষদের ঘরে ঘরে পালিত হচ্ছে দশাই। এই উৎসবটি টিকা উৎসব নামে পরিচিত। দেবী দুর্গার নিরঞ্জনের পর বাঙালিরা পালন করে বিজয়া দশমী উৎসব। নেপালি সম্প্রদায়ের মানুষেরা পালন করেন দশাই উৎসব, যা অন্যতম বড় উৎসব।
বাঙালিরা বিজয়া দশমীতে গুরুজনদের প্রণাম জানান, পাশাপাশি মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। দশাই উপলক্ষে নেপালি সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে হয়েছে বিশেষ আয়োজন।বড়রা ছোটদের কপালে চালের টিকা পরিয়ে দিয়ে তাকে আশীর্বাদ করে। এই বিষয়ে জ্যোতি গুরুং নামের এক মহিলা জানান, “এটি আমাদের পুরনো সংস্কৃতি। আমরা গুরুজনদের থেকে টিকা পরি। তারা ভালবেসে যা দেয় তাই গ্রহণ করি।”
আরও পড়ুনঃ IND vs NZ 1st Test: প্রথম টেস্টের আগে মহম্মদ শামিকে নিয়ে বড় আপডেট! কী জানালেন রোহিত শর্মা
ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার দলসিংপাড়া, কালচিনি, ভাটপাড়া সর্বত্র এলাকায় লক্ষ্য করা যাচ্ছে দশাই উৎসব। গোর্খা সংস্কৃতিতে নিয়ম নিষ্ঠা সহকারে প্রত্যেকটি বাড়ির বড়রা ছোটদের কপালে চাল ও সিঁদুরের টিকা পরিয়ে দিয়ে তাকে আশীর্বাদ করেন। এই উৎসবটি নেপালিদের জীবনের আধ্যাত্মিক দিক সম্পর্কে চিন্তা করার সময় দেয়। এই উৎসব নব প্রজন্মকে তাদের বড়দের সম্মান করার কথা মনে করিয়ে দেয়।
অনন্যা দে