কোচবিহার, লাইফস্টাইল Dandruff Problem: মাথায় দলা দলা খুশকি ভরে যাচ্ছে? নামী-দামি শ্যাম্পু না, ভরসা রাখুন এই ‘একটি’ জিনিসে! জানুন ডাক্তারের পরামর্শ Gallery October 20, 2024 Bangla Digital Desk শীত পড়তেই বেশিরভাগের মাথায় দেখা দেয় খুশকির উপদ্রব। খুশকি থেকে সহজে মুক্তি পাওয়া অনেকটাই কঠিক কাজ হয়ে দাঁড়ায়। চলে গিয়েও বারবার ফিরে আসে এই সমস্যা। শীতকাল হল খুশকির বাড়বাড়ন্তের আদর্শ সময়। তাই শীতে খুশকির সমস্যাতে জেরবার হওয়ার চেয়ে বরং আগে থেকেই প্রস্তুত থাকতে হবে। আর এতে কাজে লাগবে একটি মাত্র ঘরোয়া উপাদান। অভিজ্ঞ চিকিৎসক সুপ্রতিম দত্ত জানান, মুলতানি মাটি দিয়ে যেমনি মুখে ব্যবহার করা হয় মুখের ত্বক ভাল করতে। তেমনি এই একই উপাদান চুলের ক্ষেত্রেও সমান উপকারী বলে প্রমাণিত দীর্ঘ সময় ধরে। মুলতানি মাটিতে রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং সিলিকা। এই তিন উপাদান মাথার ত্বকের মৃত কোষ দূর করে। এছাড়া চুলের ফলিকলে জমা তেল এবং ময়লা পরিষ্কারে সাহায্য করে। তাই মুলতানি মাটি দিয়ে তৈরি করা যেতে পারে চুলে লাগানোর তিনটি বিশেষ প্যাক। যা লাগলেই উপকার পাওয়া সম্ভব। এই তিন প্যাক খুশকির সমস্যাকে দূরে তো রাখবেই চুলও ভাল রাখবে। দুই টেবিলচামচ মুলতানি মাটির সঙ্গে অর্ধেক লেবুর রস এবং সামান্য জল মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। মাথার ত্বকে ওই মিশ্রণ লাগিয়ে ২০ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে নিন। এতে উপকার হবে। দুই টেবিলচামচ মুলতানি মাটি এবং দই। দুটো মিশিয়ে নিয়ে মাথার ত্বকে লাগিয়ে রাখুন আধ ঘণ্টা এরপর শ্যাম্পু করে নিন। দই ত্বকে পুষ্টি এবং আর্দ্রতা যোগাবে। মুলতানি মাটি দূর করবে জমা ময়লা। দুই টেবিল চামচ মুলতানি মাটি এবং অ্যালো ভেরার জেল নিন। ভাল করে মিশিয়ে মাথার লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন। খুশকি দূর করার পাশাপাশি ত্বকের স্বাস্থ্যও ভাল থাকবে।