নদিয়া: কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল জেলা স্টেডিয়ামে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে ২৯ তম সিনিয়র উইমেন চ্যাম্পিয়নশিপ ফুটবলের প্রতিযোগিতা শুরু হল। প্রথম দিন অংশগ্রহণ করে চারটি টিম। এই চারটি টিম হল জম্মু-কাশ্মীর, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং বিহার। প্রথম খেলাটি আয়োজন করা হয় বাংলা এবং বিহারের মধ্যে।
বাংলা টিম জয়লাভ করে ২ – ০ গোলে। পরবর্তী পর্যায়ে খেলা হয় কর্নাটক এবং জম্মু-কাশ্মীর টিমের মধ্যে। যেই খেলায় জয়লাভ করে কর্ণাটক বিপুল পরিমাণে গোল দিয়ে। এর পরবর্তী পর্যায়ে আরও দুই দিন এই খেলা পর্যায়ক্রমে চলতে থাকে। এবং বিজেতা দলগুলি নিয়ে পরবর্তী খেলাও শীঘ্রই আয়োজন করা হবে বলে জানা যায় কর্তৃপক্ষ সূত্র মারফত।
আরও পড়ুনঃ IND vs NZ: দ্বিতীয় টেস্টে ভারতীয় দল থেকে বাদ ৪ তারকা! মহা চমক দেবে টিম ইন্ডিয়া! কারা আসবে দলে?
নদিয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি কৌশিক মন্ডল জানান,”যেহেতু এটি একটি গ্রুপ পর্যায়ের খেলা সেই কারণে একটি পর্যায়ের খেলা আপাতত কৃষ্ণনগর ডি এল রায় স্টেডিয়ামে আয়োজন করা হয়। এই পর্যায়ে থেকে একটি মাত্র টিম জয়লাভ করে পরবর্তী পর্যায়ের খেলায় অংশগ্রহণ করতে পারবে। খেলাটি চলবে আগামী ২৩ তারিখ পর্যন্ত। যদিও ফাইনাল খেলাটি কোথায় হবে সেই বিষয়ে এখনওকোনও তথ্য আসেনি। তবে আমরা চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে এই খেলা যেন আমাদের তত্ত্বাবধানে দায়িত্ব দেয়।”
Mainak Debnath