WhatsApp Will Now Let You Save Contacts Without Adding To Your Phone

WhatsApp Update: আগে মোবাইলে নয়, এবার সরাসরি ফোন নম্বর সেভ করা যাবে হোয়াটসঅ্যাপে

কোনও নম্বর আগে ফোনে সেভ করতে হয়। তারপর সেই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন ইউজার। সরাসরি মেসেজ পাঠানোর কোনও সুযোগ নেই। তবে এবার সরাসরি হোয়াটসঅ্যাপেই কনট্যাক্টস অ্যাড করা যাবে। ফোনে নম্বর সেভ না করেই মেসেজ পাঠাতে কোনও অসুবিধা হবে না। খুব শীঘ্রই এমন ফিচার নিয়ে আসতে চলেছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
কোনও নম্বর আগে ফোনে সেভ করতে হয়। তারপর সেই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারেন ইউজার। সরাসরি মেসেজ পাঠানোর কোনও সুযোগ নেই। তবে এবার সরাসরি হোয়াটসঅ্যাপেই কনট্যাক্টস অ্যাড করা যাবে। ফোনে নম্বর সেভ না করেই মেসেজ পাঠাতে কোনও অসুবিধা হবে না। খুব শীঘ্রই এমন ফিচার নিয়ে আসতে চলেছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।
এখানেই শেষ নয়। হোয়াটসঅ্যাপ একাধিক লিঙ্কড ডিভাইস থেকে কনট্যাক্টস ম্যানেজ করার সুবিধাও দেবে। একটি পোস্টে মেসেজিং অ্যাপের তরফে জানানো হয়েছে, 'খুব শীঘ্রই ইউজার হোয়াটসঅ্যাপ ওয়েব এবং উইন্ডোজে কীবোর্ডের মাধ্যমে কনট্যাক্টস যোগ করতে এবং ম্যানেজ করতে পারবেন। পরবর্তীকালে অন্যান্য লিঙ্ক করা ডিভাইসেও এই সুবিধা মিলবে।'
এখানেই শেষ নয়। হোয়াটসঅ্যাপ একাধিক লিঙ্কড ডিভাইস থেকে কনট্যাক্টস ম্যানেজ করার সুবিধাও দেবে। একটি পোস্টে মেসেজিং অ্যাপের তরফে জানানো হয়েছে, ‘খুব শীঘ্রই ইউজার হোয়াটসঅ্যাপ ওয়েব এবং উইন্ডোজে কীবোর্ডের মাধ্যমে কনট্যাক্টস যোগ করতে এবং ম্যানেজ করতে পারবেন। পরবর্তীকালে অন্যান্য লিঙ্ক করা ডিভাইসেও এই সুবিধা মিলবে।’
হোয়াটসঅ্যাপ হয়ে উঠবে ইউজারের ডিফল্ট ফোনবুক অ্যাপ: হোয়াটসঅ্যাপ এখন ডিফল্ট মেসেজিং অ্যাপ। ফোনও হয় এতেই। ওটিপি আর ব্যাঙ্কের তথ্য ছাড়া সাধারণ এসএমএস আর আসে না বললেই চলে। এতদিন ইউজারকে নতুন কোনও নম্বর আগে ফোনে সেভ করতে হত। তারপর তা জায়গা পেত হোয়াটসঅ্যাপ কনট্যাক্টে। এবার সেই প্রয়োজনও ফুরোতে চলেছে।
হোয়াটসঅ্যাপ হয়ে উঠবে ইউজারের ডিফল্ট ফোনবুক অ্যাপ: হোয়াটসঅ্যাপ এখন ডিফল্ট মেসেজিং অ্যাপ। ফোনও হয় এতেই। ওটিপি আর ব্যাঙ্কের তথ্য ছাড়া সাধারণ এসএমএস আর আসে না বললেই চলে। এতদিন ইউজারকে নতুন কোনও নম্বর আগে ফোনে সেভ করতে হত। তারপর তা জায়গা পেত হোয়াটসঅ্যাপ কনট্যাক্টে। এবার সেই প্রয়োজনও ফুরোতে চলেছে।
হোয়াটসঅ্যাপেই এখন নম্বর অ্যাড করতে পারবেন ইউজার। চাইলে ফোনে সেই নম্বর সিঙ্ক করার বিকল্পও থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, 'যে কনট্যাক্ট ইউজার হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন, তা যদি ফোনে খুঁজে না পান বা নতুন ডিভাইস কেনেন, তাহলেও তা পুনরুদ্ধার করা যাবে।'
হোয়াটসঅ্যাপেই এখন নম্বর অ্যাড করতে পারবেন ইউজার। চাইলে ফোনে সেই নম্বর সিঙ্ক করার বিকল্পও থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ‘যে কনট্যাক্ট ইউজার হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন, তা যদি ফোনে খুঁজে না পান বা নতুন ডিভাইস কেনেন, তাহলেও তা পুনরুদ্ধার করা যাবে।’
হোয়াটসঅ্যাপ এই কনট্যাক্টগুলোকে উন্নত এনক্রিপ্টেড কি-এর মাধ্যমে সুরক্ষিত রাখছে। যা শুধু সংশ্লিষ্ট ডিভাইসেই কাজ করবে। অন্য কেউ এর অ্যাক্সেস পাবে না। যেমন হোয়াটসঅ্যাপ চ্যাটে হয়। সবচেয়ে বড় বিষয় হল, হোয়াটসঅ্যাপে এই সব নম্বর ইউজারনেম দিয়েই অ্যাড করতে পারবেন ইউজার। ফলে গোপনীয়তা বজায় থাকবে।
হোয়াটসঅ্যাপ এই কনট্যাক্টগুলোকে উন্নত এনক্রিপ্টেড কি-এর মাধ্যমে সুরক্ষিত রাখছে। যা শুধু সংশ্লিষ্ট ডিভাইসেই কাজ করবে। অন্য কেউ এর অ্যাক্সেস পাবে না। যেমন হোয়াটসঅ্যাপ চ্যাটে হয়। সবচেয়ে বড় বিষয় হল, হোয়াটসঅ্যাপে এই সব নম্বর ইউজারনেম দিয়েই অ্যাড করতে পারবেন ইউজার। ফলে গোপনীয়তা বজায় থাকবে।
 নম্বরও থাকবে নিরাপদ। অন্য কারও হাতে পড়ার সম্ভাবনা কমে যাবে। এই বিষয়ে হোয়াটসঅ্যাপ বলছে,'হোয়াটসঅ্যাপে ইউজারনেম গোপনীয়তার দিক থেকে নতুন মাত্রা যোগ করবে। কাউকে মেসেজ করার সময় ফোন নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না।'
নম্বরও থাকবে নিরাপদ। অন্য কারও হাতে পড়ার সম্ভাবনা কমে যাবে। এই বিষয়ে হোয়াটসঅ্যাপ বলছে,’হোয়াটসঅ্যাপে ইউজারনেম গোপনীয়তার দিক থেকে নতুন মাত্রা যোগ করবে। কাউকে মেসেজ করার সময় ফোন নম্বর শেয়ার করার প্রয়োজন হবে না।’
কবে থেকে চালু হবে এই ফিচার? এই বিষয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে ওই পোস্টে মেসেজিং অ্যাপের তরফে জানানো হয়েছে, এই সব ফিচারগুলি আগামী সপ্তাহ এবং মাসগুলিতে ধীরে ধীরে রোল আউট করা শুরু হবে। এখন ইউজাররা এই ফিচার কবে থেকে ব্যবহার করতে পারেন সেটাই দেখার।
কবে থেকে চালু হবে এই ফিচার? এই বিষয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে ওই পোস্টে মেসেজিং অ্যাপের তরফে জানানো হয়েছে, এই সব ফিচারগুলি আগামী সপ্তাহ এবং মাসগুলিতে ধীরে ধীরে রোল আউট করা শুরু হবে। এখন ইউজাররা এই ফিচার কবে থেকে ব্যবহার করতে পারেন সেটাই দেখার।