গ্রামে কান্তি গাঙ্গুলি

Cyclone Dana Updates: এবারও হার মানল ঘূর্ণিঝড! ‘দানা’-র আগে সুন্দরবনে এলেন ‘তিনি’

দক্ষিণ ২৪ পরগনা: ‘ঝড়ের আগে কান্তি আসে’। এ শুধু কোনও প্রবাদ নয়। যে কোনও প্রাকৃতিক দুর্যোগের আগে সুন্দরবনবাসীর কাছে এই কথা ধ্রুব সত্যি। এবারও তিনি আসলেন ঝড়ের আগেই। এবার ঘূর্ণিঝড় ‘দানা’র আতঙ্কে কাপছে সুন্দরবন। ঝড় আসার আগে এসে নদীবেষ্টিত এলাকায় ঘুরলেন তিনি। কখনও বাইকে চেপে, কখনো আবার পায়ে হেঁটে পৌঁছে গেলেন বিভিন্ন এলাকায়।

বিপদে কাছের বন্ধুকে কাছে পেয়ে হাসি ফুটেছে অনেকের মুখে। পূর্বের ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষজনকে সচেতন করেন তিনি। কান্তি গঙ্গোপাধ্যায় সকলকে ঝড় নিয়ে সচেতন করেন। তিনি জানান, আগে আয়লা ঝড় এসেছিল এরকম রাতে। সেবার ব্যাপক ক্ষতি হয়েছিল। এবারেও ঝড় আসছে রাতে তাই সকলকে সচেতন থাকতে হবে, বিপদমুক্ত থাকতে হবে।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন মাছ লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী হতে পারে? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ

ঘূর্ণিঝড় দানা বৃহস্পতিবার রাতের মধ্যে আছড়ে পড়বে উপকূল এলাকায়। প্রশাসনও সতর্ক রয়েছে সেজন্য। কান্তি গঙ্গোপাধ্যায় নিজের মত করে একটি ক্যাম্প খুলেছেন। খুব অসুবিধা হলে সেখানে যেতে বলেছেন সকলকে। কথা বলেছেন মাঝিদের সঙ্গেও। এবার তাঁর সঙ্গে দেখা গিয়েছে অনেককেই। বিভিন্ন নদীর ঘাটে গিয়ে স্থানীয়দের ঝড় নিয়ে সচেতন কেরেছেন তিনি।

নবাব মল্লিক