দক্ষিণবঙ্গ Cyclone Dana Update: আশঙ্কাই সত্যি হল…! রাক্ষুসে গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’! ১২০ কিমি/ঘণ্টায় আছড়ে পড়বে, বাংলা থেকে কত দূরে সিভিয়ার সাইক্লোন? বড় আপডেট দিল হাওয়া অফিস Gallery October 24, 2024 Bangla Digital Desk অবশেষে আশঙ্কাই সত্যি হল৷ তীব্র শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হল ‘দানা’। ইতিমধ্যেই একাধিক জায়গায় বৃষ্টির তাণ্ডব পাশাপাশি ঝোড়ো হাওয়া বইছে৷ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা? কখনই বা ল্যান্ডফল হবে৷ ল্যান্ডফলের সময় গতিবেগ কত হতে পারে৷ ঘূর্ণিঝড় নিয়ে বিরাট আপডেট দিল আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুসারে, এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানার অবস্থান হল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। ১৯.৯ উত্তর ল্যাটিচিউড এবং ৮৭.৪ পূর্ব লঙ্গিচিউড৷ নিজস্ব অভিমুখ ও গতি উত্তর ও উত্তর-পশ্চিম দিক। নিজস্ব গতি ঘণ্টায় ১৩ কিলোমিটার।(আগে ছিল ১০ কিলোমিটার)। আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে ঘূর্ণিঝড় দানা পারাদ্বীপ থেকে ৯০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে।ধামারা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক। সাগরদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক। ঘূর্ণিঝড় ‘দানা’ কখন ল্যান্ডফল করবে? হাওয়া অফিস সূত্রে খবর মধ্যরাত থেকে সকাল ল্যান্ডফলের সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ১২০ কিমি প্রতি ঘণ্টা। ল্যান্ডফলের স্থান ভিতর কনিকা ও ধামারাতে। এর প্রভাব পড়বে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত।উত্তর পশ্চিমবঙ্গোসাগরে এই মুহূর্তে তীব্র ঘূর্ণিঝড় দানার ঘূর্নায়মান গতিবেগ ১১০ থেকে ১১৫ কিলোমিটার সর্বোচ্চ ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মধ্যরাতের আগে স্থলভাগের কাছাকাছি এসে এর গতিবেগ কমে সর্বোচ্চ ১২০ কিলোমিটার হবে। ঘূর্ণিঝড় দানা এই মুহূর্তে পারাদ্বীপ ও গোপালপুর রাডারের আওতায় এসেছে।