ত্রিপলের ছাউনি দেওয়া ঘর

South 24 Parganas News: বারবার আসছে ঝড়, কবে মিলবে ঘর বাঁধার টাকা প্রশ্ন তুলছে উপকূলের মানুষজন

দক্ষিণ ২৪ পরগনা: বিগত বেশ‌ কয়েক বছর ধরে আবাস যোজনার বাড়ি পায়নি সাধারণ মানুষজন। কিন্তু প্রতি বছর ঝড়, বৃষ্টি সহ একাধিক প্রাকৃতিক বিপর্যয় আসছে। আর যার জেরে চিন্তায় রয়েছেন সাধারণ মানুষজন। উপকূলীয় এলাকার মানুষজনের একটাই দাবি কবে মিলবে  ঘরের টাকা।

যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের শেষ নাগাদ ঘরের টাকা মিলবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সার্ভে চলছে।

এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য উদয় হালদার জানিয়েছেন, কেন্দ্র সরকার কোনও টাকা দিচ্ছে না। তারপরেও রাজ্য সরকার নিজের উদ্যোগে এই ঘরের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে।

পরের বছর থেকে আর ঝড় বৃষ্টিতে সমস্যা হবেনা। যদিও বারবার আসা এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে নিজেদের ঘর নিয়ে চিন্তায় রয়েছেন উপকূলের বাসিন্দারা।

এ নিয়ে ত্রিপলের ছাউনি দিয়ে ঘেরা বাড়িতে থাকা এক বাসিন্দা রানু শেখ জানিয়েছেন, ঘর আসবে শুনতে শুনতে অনেকটাই সময় পেরিয়েছে। কিন্তু কোনও কাজ হচ্ছে না। সরকার যদি সহযোগিতা করে তবে তাঁর মত আরও অনেকেই উপকৃত হবেন।

যদিও কেন্দ্র টাকা না দিলেও রাজ্যই সেই টাকা দিয়ে গরীব মানুষের ঘর তৈরি করে দেবে বলে জানিয়েছেন শাসক দলের নেতা কর্মীরা।

নবাব মল্লিক