প্রতিকী ছবি।

Dhanteras Astro Tips 2024: ১০ টাকার এই ছোট্ট জিনিস! ধনতেরাসে ১৮০ ডিগ্রি ঘুরে যাবে ভাগ্যের চাকা

ধনতেরাসের দিন বাসনপত্র, সোনা, রুপা কেনা খুব শুভ বলে মনে করা হয়। অনেকে আবার ঝাঁটাও কেনেন। কিন্তু সবার আর্থিক পরিস্থিতি সমান হয় না। কিন্তু আরও একটি জিনিস রয়েছে। যার প্রভাবে আপনার ভাগ্য ফিরবে।
ধনতেরাসের দিন বাসনপত্র, সোনা, রুপা কেনা খুব শুভ বলে মনে করা হয়। অনেকে আবার ঝাঁটাও কেনেন। কিন্তু সবার আর্থিক পরিস্থিতি সমান হয় না। কিন্তু আরও একটি জিনিস রয়েছে। যার প্রভাবে আপনার ভাগ্য ফিরবে।
এই দিন মাত্র ১০ টাকা খরচ করেও আপনি ভাগ্য ফেরাতে পারেন। কারণ এই দশ টাকায় আপনি কিনে আনতে পারেন এক প্যাকেট গোটা ধনে। যা ধনতেরাসের দিন কিনে আনা খুব শুভ বলে জানিয়েছেন বিশিষ্ট জ্যোতিষ পরান গোস্বামী।
এই দিন মাত্র ১০ টাকা খরচ করেও আপনি ভাগ্য ফেরাতে পারেন। কারণ এই দশ টাকায় আপনি কিনে আনতে পারেন এক প্যাকেট গোটা ধনে। যা ধনতেরাসের দিন কিনে আনা খুব শুভ বলে জানিয়েছেন বিশিষ্ট জ্যোতিষ পরান গোস্বামী।
তিনি বলছেন, এদিন এক প্যাকেট গোটা ধনে কিনে এনে তা দেবী লক্ষ্মীর সামনে অর্পণ করা উচিত। বিশ্বাস করা হয়, দেবী লক্ষ্মীকে অর্পণ করলে তিনি প্রসন্ন হন। তার কৃপা পাওয়া যায়। গোটা ধনে তাঁর সামনে রেখে নিজের মনস্কামনা জানানো উচিত।
তিনি বলছেন, এদিন এক প্যাকেট গোটা ধনে কিনে এনে তা দেবী লক্ষ্মীর সামনে অর্পণ করা উচিত। বিশ্বাস করা হয়, দেবী লক্ষ্মীকে অর্পণ করলে তিনি প্রসন্ন হন। তার কৃপা পাওয়া যায়। গোটা ধনে তাঁর সামনে রেখে নিজের মনস্কামনা জানানো উচিত।
পরানবাবু জানিয়েছেন, পুজো হয়ে গেলে এই গোটা ধনে বাড়ির কোনও টবে পুঁতে দিতে হয়। কিছুটা ধনে লাল কাপড়ের মুড়ে বাড়ির টাকা-পয়সা জায়গার রাখার জায়গায় রাখতে হয়। বিশ্বাস করা হয়, এর ফলে ঘরে অর্থ সম্পত্তির বৃদ্ধি হয়। রোপন করা ধনে থেকে গাছ বেরোলে সুখ-সমৃদ্ধি আসে।
পরানবাবু জানিয়েছেন, পুজো হয়ে গেলে এই গোটা ধনে বাড়ির কোনও টবে পুঁতে দিতে হয়। কিছুটা ধনে লাল কাপড়ের মুড়ে বাড়ির টাকা-পয়সা জায়গার রাখার জায়গায় রাখতে হয়। বিশ্বাস করা হয়, এর ফলে ঘরে অর্থ সম্পত্তির বৃদ্ধি হয়। রোপন করা ধনে থেকে গাছ বেরোলে সুখ-সমৃদ্ধি আসে।
পরান বাবু জানিয়ে দিয়েছেন, এই টোটকা করার আগে অবশ্যই ভাল গোটা ধনে কিনে আনতে হবে। কারণ যদি ওই ধনে থেকে গাছ না বের হয়, তাহলে তা আর্থিক ক্ষতির সংকেত দেয়।
পরান বাবু জানিয়ে দিয়েছেন, এই টোটকা করার আগে অবশ্যই ভাল গোটা ধনে কিনে আনতে হবে। কারণ যদি ওই ধনে থেকে গাছ না বের হয়, তাহলে তা আর্থিক ক্ষতির সংকেত দেয়।