আলিপুরদুয়ার: জেলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীদের একছাদের তলায় এনে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে শুরু হল একটি কর্মশালা। রবীন্দ্র মঞ্চ ভবনে চলছে এই কর্মশালা। হস্তশিল্পীদের উৎসাহ দিচ্ছেন আলিপুরদুয়ার জেলা শাসক আর বিমলা।
আলিপুরদুয়ার শহরের রবীন্দ্র মঞ্চ ভবনে জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে জেলা শিল্প কেন্দ্র। জানা গিয়েছে, মূলত জেলার হস্তশিল্পীদের উৎসাহ দান ও শিল্পকলার মানোন্নয়নের উদ্যেশে এই কর্মশালার পাশাপাশি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: রাস্তায় গুটিয়ে পড়ে আছে বিশাল পাইথন! কাছ থেকে দেখতে জমে গেল ভিড়
কর্মশালা ও প্রতিযোগিতায় কাঠ, বেত, চিত্র কলা ও সুতোর সামগ্রী নিয়ে শিল্পীরা এসেছেন। মোট ৪ টি বিভাগে প্রতিযোগিতা চলবে। মোট ১০৮ টি সামগ্রী নিয়ে ৬৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন: আসছে দীপাবলি, মুখে হাসি ফুটছে মাটির প্রদীপ তৈরির কারিগর পালপাড়ায় মহিলাদের
আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা জানান, “জেলার শিল্পচর্চাকে প্রাধান্য দেওয়ার জন্য এই আয়োজন। পাশাপাশি যারা আগ্রহী তারা এসেও দেখছেন এই কর্মশালা। ভবিষ্যতে আরও হস্তশিল্পী পেতে চলেছি আমরা।” জানা গিয়েছে, প্রত্যেকটি বিভাগে প্রথম তিনজন করে উত্তীর্ণ প্রতিযোগীরা রাজ্যস্তরে অংশগ্রহণ করবেন। জেলার বাঁশ, বেত শিল্পকে পুনরুজ্জীবিত করা লক্ষ্য।
Annanya Dey