আসানসোল: এবার সাইবার অপরাধের শিকার আসানসোল পৌরনিগম। আসানসোল পৌরনিগমের অ্যাকাউন্ট থেকে উধাও ২৮ লক্ষ টাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর আসানসোল সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন আসানসোল পৌরনিগম কতৃপক্ষ।
আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, ‘আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আসানসোল পৌরনিগমের অ্যাকাউন্ট আছে। ২৮ অক্টোবর সেই অ্যাকাউন্ট থেকে ১৪ ফাইন্যান্সের সরকারি অর্থ ৪০ লক্ষ উধাও হয়ে যায়। যদিও পরে ব্যাঙ্ক ১২ লক্ষ টাকা উদ্ধার করেছে।’
আরও পড়ুন: মাথার ‘খাবার’ কোন ড্রাই ফ্রুট জানেন? নিয়মিত একটা খেলেই মারণরোগের দফারফা! জানুন ডাক্তারের পরামর্শ
মেয়র বিধান উপাধ্যায় বলেন, ‘পৌরনিগমের উধাও হওয়া টাকা জব্বলপুরে গিয়েছে। সাইবার অপরাধের মাধ্যমে এই টাকা উধাও করা হয়েছে। এই ঘটনা আসানসোল পৌরনিগমের তরফে সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: জানেন কোন দেশে বাস করেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষেরা? নামটা জানলে মাথা ঘুরে যাবে!
এর পাশাপাশি মেয়র আরও বলেন, ‘ব্যাঙ্কে একটি আবেদন পত্র দেওয়া হয়েছিল মোবাইল নম্বর বদল করার। সেই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হলে তারপর জানা যায় পৌরনিগমের অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়েছে।’ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দ কুমার আনন্দ বলেন, ‘বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।’
রিপোর্টার– দীপক শর্মা