ডাকাত কালী মায়ের ছবি

Kali Puja 2024: সিঙ্গুরের ডাকাতে কালী! রঘু ডাকাত ও গগন ডাকাতের হাতে শুরু হয়েছিল এই পুজো! জানুন 

হুগলি: আজ থেকে প্রায় ৫৫০ বছর আগেকার কথা, জঙ্গলে ঘেরা সিঙ্গুর এলাকায় সেই সময় থাকতেন রঘু ডাকাত ও তার সঙ্গী ডাকাত গগন সরদার। সেই থেকেই প্রতিষ্ঠিত এই ডাকাত কালী মন্দির। বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় এই ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে  ইতিহাসের ছোঁয়া। হাওড়া-তারকেশ্বর শাখার সিঙ্গুর রেলস্টেশনে নেমে হেঁটে অথবা টোটোয় চেপে মন্দিরে আসা যায়।

রেওয়াজ মেনেই আজও কালিপুজোর দিনে মায়ের প্রসাদ হিসাবে চালকড়াই ভাজা দেওয়া হয়।  এ ছাড়াও কালীপুজোর দিন লুচি ভোগ, ফল দেওয়া হয় পুজোর নৈবিদ্যে। মন্দিরের পুরোহিত সুভাষচন্দ্র বন্দোপাধ্যায় বলেন, কালী পুজোর দিন চার প্রহরে চার বার পুজো ও ছাগ বলি হয়। মল্লিকপুর গ্রামে এই ডাকাতকালী মন্দির থাকার কারণে আশেপাশের জামিনবেরিয়া, পুরসোত্তমপুর ও মল্লিকপুর গ্রামে কোনও বাড়িতে কালীপুজো হয়না। এমনকি কারও বাড়ির দেওয়ালে টাঙানো থাকে না ক্যালেন্ডারে আঁকা কালী মূর্তির ছবি।

আরও পড়ুন: কালীপুজোয় বৃষ্টি নাকি শীত? কী বলছে আবহাওয়া দফতর জানুন

মন্দিরের ট্রাস্টি বোর্ডের সম্পাদক মদন মোহন কোলে বলেন, আগে ডাকাতরা মাটির কুঁড়ে ঘর বানিয়ে মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করে। পরে বর্ধমানের রাজা মন্দির তৈরির জন্য জমি দান করেছিলেন।

রাহী হালদার