দার্জিলিং

Darjeeling News: দার্জিলিংয়ের রাস্তায় বসে পেন্সিলে ছবি এঁকে রোজগারের দিশা দেখাচ্ছে যুবক! জানুন

দার্জিলিং:  দার্জিলিং এর রাস্তায় বসে দিনের পর দিন বহু মানুষের মুখে হাসি ফুটিয়ে আসছে বর্ধমানের ছেলে কৌশিক। বর্তমানে দার্জিলিং শহরে ছবি আঁকার কারিগর হিসেবে পরিচিত সে। নিজের পেন্সিলেই ফুটিয়ে তোলে হাজার হাজার মানুষের মুখ। তার এই প্রতিভা দেখে রাস্তা দিয়ে পথ চলতি বহু মানুষ থমকে দাঁড়িয়ে পড়ে।

বর্তমান যুগে ছবি তুলতে কে না ভালবাসে সেই অর্থেই চোখের সামনে যখন কৌশিকের পেন্সিলে নিমিষেই নিজের ছবি যখন কাগজে ফুটে ওঠে তখন যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে পাহাড়ে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয়রা। ছোটবেলা থেকেই ছবি আঁকার শখ কৌশিকের। দিনের সাথে সাথে ছবি আকার চাহিদাটা আরও বেড়েছে। বর্তমানে দার্জিলিং পাহাড়ের চৌরাস্তার কাছে রাস্তার উপর বসেই ছবি আঁকায় মত্ত থাকে সে। বর্তমানে কৌশিক লাইভ আর্টিস্ট অর্থাৎ আপনি কোন ছবি দিলে অথবা তার সামনে দাঁড়ালেই নিমিষেই নিজের পেন্সিলে সেই ছবি ফুটিয়ে তুলবে সে। তার এই প্রতিভা দেখে সকলেই তাকে উৎসাহ এবং ভালবাসা দিয়ে থাকে।

আরও পড়ুন: কোলেস্টেরল থেকে মেদ কমাবে এক ঝটকায়! নিয়ম মেনে খান এই ঘাস! জানুন চিকিৎসকের মত

কেউবা নিজের ছবি কেউ আবার তার প্রিয়জনের ছবি নিয়ে হাজির হয় কৌশিক এর কাছে এর ফলে দিনে দিনে তার এই লাইভ আর্টের চাহিদা বাড়ছে ফলে রোজগার ভাল হচ্ছে। নিজের ছবি আঁকার প্রসঙ্গে কৌশিক নন্দি জানান ছোট থেকেই ছবি আঁকার শখ বর্তমানে সে দার্জিলিং শহরে বসে ছবি আঁকছে বহুদিন ধরে, প্রচুর মানুষ তাকে ভালবাসা দিয়েছে। দার্জিলিং পাহাড়ের ঠান্ডা শীতল হাওয়ায় বসে ছবি আঁকতে তার বেশ ভাল লাগে।

ছবি আঁকাই তার কাছে সবকিছু। বর্তমানে দার্জিলিং শহরের মানুষ তাকে অনেক ভালবাসা দিয়েছে। তার পরিচয় তার হাতে আঁকা লাইভ আর্ট। দিনের পর দিন সকলেই নতুন নতুন আবদার নিয়ে হাজির হয় তার কাছে। নিজের হাতে ছবি এঁকে সকলকে খুশি করতে পেরে নিজেও বেজায় খুশি। আপনি যদি এই ঠান্ডায় দার্জিলিং যাবার প্ল্যান করে থাকেন আর নিজের লাইফ পোর্ট্রেট বানাতে চান তাহলে দার্জিলিং স্টেশনের কাছে গেলেই দেখা মিলবে কৌশিকের নিমিষেই আপনার চোখের সামনে তার পেন্সিলে ফুটে উঠবে আপনার ছবি।

সুজয় ঘোষ