স্টাম্প ভেঙে দু’ টুকরো! নেটে আগুন ঝরালেন মুম্বইয়ের তারকা পেসার

#আবু ধাবি: আইপিএল শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই৷ আপাতত নেটেই নিজেদের দক্ষতা ঝালিয়ে নিচ্ছেন আটটি দলের ক্রিকেটাররা৷ ১৯ সেপ্টেম্বর আইপিএল-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংগস৷ তবে এবারের আইপিএল-এ যে তিনি ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেন, তার ইঙ্গিত দিয়ে রাখলেন মুম্বইয়ের তারকা পেসার ট্রেন্ট বোল্ট৷ বোল্টের আগুনে গতিতে ভেঙে দু’ টুকরো হয়ে গেল স্টাম্প! দলের তরফে সেই ছবি এবং ভিডিও ট্যুইট করা হয়েছে৷

গত বছর পর্যন্ত দিল্লি ক্যাপিটালস-এর হয়ে খেলতেন ট্রেন্ট বোল্ট৷ গত বছরের নিলামে তাঁকে কিনে নেয় মুম্বই৷ দিল্লির হয়েও আইপিএল-এ যথেষ্ট সফল ছিলেন বোল্ট৷ নিয়মিত উইকেট তুলে নেওয়া তো বটেই, বাউন্ডারি লাইনে এক হাতে তাঁর দুরন্ত ক্যাচও ক্রিকেট ভক্তদের অনেক দিন মনে থাকবে৷

মু্ম্বইয়ের ট্যুইট করা ভিডিও-তে দেখা যাচ্ছে, কোচ মাহেলা জয়বর্ধনের নজরদারিতে বোলিং অনুশীলন করছেন বোল্ট৷ যদিও কোনও ব্যাটসম্যানকে নয়, তিনটি উইকেট লক্ষ্য করেই বল করছিলেন বোল্ট৷ তখনই তাঁর একটি দুরন্ত গতির বল মিডল স্টাম্প ছিটকে দেয়৷ হাসতে হাসতে গিয়ে কোচ জয়বর্ধনে দেখেন সেটি ভেঙে দু’ টুকরো হয়ে গিয়েছে৷

এ বছর আইপিএল-এ খেলছেন না মুম্বইয়ের বড় ভরসা এবং আইপিএল-এর ইতিহাসে সবথেকে সফল বোলার লাসিথ মালিঙ্গা৷ কিন্তু এবারের আইপিএল থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন৷ তবে মুম্বইয়ের হাতে রয়েছে জসপ্রীত বুমরার মতো অস্ত্র৷ তার সঙ্গে যোগ দিয়েছেন ট্রেন্ট বোল্ট৷ ফলে মালিঙ্গা না থাকলেও বুমরা- বোল্ট জুটি বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাসের কারণ হয়ে উঠতে পারেন৷ এ ছাড়াও মুম্বই দলে রয়েছেন মিচেল ম্যাকক্লেনাঘানের মতো পেসার৷