নদী ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে এ কোন ‘দানব’? আতঙ্কে এলাকাবাসী

Animal: নদী ছেড়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে এ কোন ‘দানব’? বিশালাকার এই প্রাণী দেখে আতঙ্কে এলাকাবাসী

দক্ষিণ ২৪ পরগনা: আবারও কুমিরের আতঙ্ক বাসন্তী মসজিদ বাটি এলাকায়। হঠাৎ কুমিরের দেখা মেলে লোকালয়ে। এলাকার মানুষ হঠাৎ একটি বিশাল আকৃতির কুমির ঘোরাঘুরি করতে দেখে। এরপরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুমিরের আতঙ্ক।

তখনই এলাকার মানুষ বনদফতরের খবর দেয়। বেশ কিছুক্ষণ ধরে এলাকায় কমিটি ঘোরাঘুরি করছিল বলে দাবি স্থানীয় মানুষজনদের। নদী থেকে ঘুরতে ঘুরতে এই লোকালের মধ্যে ঢুকে পড়েছে বলেই এমনটাই অনুমান স্থানীয়দের।

আরও পড়ুন: ভ‍্যাপসা গরমের মাঝেই স্বস্তির আশ্বাস! দক্ষিণের এই জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া, বৃষ্টির সম্ভাবনা কোথায়? বড় খবর দিল হাওয়া অফিস

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বনদফতরের কর্মীরা। পাশাপাশি এলাকায় প্রচুর মানুষ ভিড় জমিয়ে ফেলে। তার ফলে বনদফতরের কর্মীরা বারবার স্থানীয় মানুষদের সতর্ক করেছে। এরপর কুমিরটিকে দীর্ঘক্ষণ প্রচেষ্টা চালিয়ে ধরতে সক্ষম হলেন বনকর্মীরা। কুমিরটিকে ধরতে সক্ষম হন তারা। সেটিকে নিয়ে যাওয়া হয়েছে সুন্দরবনের সজনেখালীতে বন দফতরের বিট অফিসে।

সেটির শারীরিক পরীক্ষার পর সুস্থ থাকলে সুন্দরবনের গভীরে ছেড়ে দেওয়া হবে কোনও এক নদীতে বলে জানিয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিস। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এইভাবে বারে বারে কীভাবে লোকালয় কুমির ঢুকে পড়ছে তা বুঝে উঠতে পারছিনা।

আরও পড়ুন: ২৬-এ টার্গেট আরও বড়! কোচবিহার নিয়ে ছক তৈরি, কাজ শুরু তৃণমূলের

তবে এইভাবে যদি বারে বারে কুমির ঢুকে পড়ে তাহলে কোনও না কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। বনদফতরের কাছে অনুরোধ যাতে কোনওভাবে এই কুমির লোকাল এর ঢুকে না পড়ে তা আটকানো যায় কীভাবে তা দেখার জন্য অনুরোধ রইল।

সুমন সাহা