পুরুলিয়া : ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উমার আগমনের সুর বেজে উঠছে সর্বত্র। এরই মাঝে জেলার মহিলাদের সুরক্ষার্থে জেলা পুলিশের এক অভিনব উদ্যোগ। সূচনা করা হল পিঙ্ক মোবাইল ভ্যানের। পুজোর দিনগুলিতে বেশ কিছু জায়গায় টহল দেবে এই বুথ। বেলগুমা পুলিশ লাইনে সূচনা হয় পিঙ্ক মোবাইলের। এরই পাশাপাশি এইদিন পুরুলিয়া জেলা পুলিশ বড় চারটি পুজোর গাইড ম্যাপের উদ্বোধন করেন। জেলার মানুষজন যাতে সুষ্ঠুভাবে পুজোর আনন্দ উপভোগ করতে পারে সেই কারণেই এই গাইড ম্যাপ।
জেলার ৪-টি মহকুমা পুরুলিয়া সদর, রঘুনাথপুর, মানবাজার ও ঝালদায় ১-টি করে মোট ৪-টি পিঙ্ক মোবাইল থাকবে। আপাতত ২-টি পিঙ্ক মোবাইল এদিন থেকেই কাজ শুরু করে দেয়। এই পিঙ্ক মোবাইল ভ্যানে ১-জন মহিলা আধিকারিক ও ৪ জন লেডি কনস্টেবল থাকবেন। পুজোর ভিড়ে মহিলারা ইভটিজিং বা হেনস্থার শিকার হলে চটজলদি ব্যবস্থা নেবে এই বাহিনী।
পুরুলিয়া জেলা পুলিশের এই প্রকল্পের সূচনা পর্বে এদিন জেলার ৪ জায়গার পুজো গাইড ম্যাপ প্রকাশ করে। এই গাইড ম্যাপ ম্যানুয়ালির পাশাপাশি ডিজিটালিও ব্যাবহার করা যাবে। তার জন্য একটি কিউআর কোড দেওয়া হয়েছে। এই কিউআর কোড স্ক্যান করে ওই গাইড ম্যাপ পাওয়া যাবে। সেই সঙ্গে শিশুদের সুরক্ষায় একটি ব্যাজ চালু করা হয়েছে। পুজোর ভিড়ে কোন শিশু হারিয়ে গেলে যাতে দ্রুত সন্ধান পাওয়া যায় সেই কারণেই এই ব্যাজ। এছাড়া সমগ্র জেলা জুড়ে পুলিশ সহায়তা কেন্দ্র থাকছে বলে জানা গিয়েছে জেলা পুলিশ সুত্রে।
আরও পড়ুনঃ KKR News: কেকেআরে জায়গা পাকা! রাসেলের মতই বিপক্ষকে করেন ‘কচুকাটা’! ফিনিশার নিয়ে চিন্তামুক্ত নাইটরা
এই পিঙ্ক মোবাইল ভ্যান বিশেষ করে পুজোর দিনগুলিতে জেলার বিভিন্ন জায়গায় টহল দেবে। যে এলাকায় মহিলাদের ভিড় সেখানে থাকবে এই মোবাইল ভ্যান। মানুষের নজর কাড়তে পিঙ্ক মোবাইল ভ্যানটি গোলাপি রঙে সাজিয়ে তোলা হয়েছে। সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে জেলা পুলিশের এই উদ্যোগে।
শর্মিষ্ঠা ব্যানার্জি