থিম 

Durga Puja 2024: দুর্গা পুজোর বিশেষ থিম, নেপালের পশুপতি মন্দির এবার বর্ধমানে 

পূর্ব বর্ধমান: পুজো শুরু হয়ে গিয়েছে। পুজোর আমেজে মেতে উঠেছেন রাজ্যবাসী। আর এই দুর্গা পুজোতে এবার দেখে নিতে পারেন নেপালের পশুপতি মন্দির। তবে এই মন্দির দেখার জন্য নেপাল যাওয়ার কোনও প্রয়োজন নেই। পূর্ব বর্ধমান জেলাতেই দেখা মিলবে এই মন্দিরের। দুর্গা পুজোর প্যান্ডেল তৈরি করা হয়েছে নেপালের পশুপতি মন্দিরের আদলে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের, দক্ষিণ শ্রীরামপুর আমরা সবাই দুর্গা মাতা পুজো কমিটির এবারের থিম নেপালের পশুপতি মন্দির।

ইতিমধ্যেই এই থিম দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দূর দূরান্ত থেকেও পুজোর মরশুমে এই থিম দেখার জন্য অনেকেই আসছেন। এই প্রসঙ্গে পুজো কমিটির তরফে তেঁতুল দেবনাথ জানিয়েছেন,”বহু মানুষ আসছেন ভিড় জমাচ্ছেন, খুবই ভাল লাগছে। তবে আবহাওয়া খারাপ থাকার কারণে প্যান্ডেল তৈরি হতে একটু দেরি হয়েছে। কিন্তু শেষমেষ কাজ সম্পন্ন হয়েছে। আশা করি সকলেরই এই থিম ভাল লাগবে।”

রাজ্য জুড়ে এখন শুধু পুজোর আমেজ। ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছেন পুজো নিয়ে। প্রথম দিকে বৃষ্টি নিয়ে চিন্তায় থাকলেও, এখন অনেকেই কিছুটা স্বস্তিতে রয়েছেন। মন খুলে ফুরফুরে মেজাজে প্রতিমা, প্যান্ডেল, থিম দর্শন করছেন সাধারণ মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও জাঁকজমক ভাবে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। শহর বর্ধমান থেকে শুরু করে জেলার সর্বত্র রয়েছে পুজোর আমেজ।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরে জায়গা পাকা! রাসেলের মতই বিপক্ষকে করেন ‘কচুকাটা’! ফিনিশার নিয়ে চিন্তামুক্ত নাইটরা

সেরকমই সেজে উঠেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী। পূর্বস্থলীর বেশ কয়েকটি বড় পুজোর মধ্যে অন্যতম হল এই দক্ষিণ শ্রীরামপুর আমরা সবাই দুর্গা মাতা পুজো কমিটির পুজো। ইতিমধ্যেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই পুজো কমিটির প্রাঙ্গণে। নেপালের পশুপতি মন্দিরের আদলে তৈরি থিম দেখতে উপচে পড়ছে ভিড়।

বনোয়ারীলাল চৌধুরী