অজয় দেবগণ ও টাব্বুর অভিনীত বিখ্যাত ‘দৃশ্যম’ দেখে এই খুনের পরিকল্পনা তাঁর মাথায় আসে

West Bengal news: বেহাল রাস্তা নিয়ে সোচ্চার হওয়ায় ফল? গুলি করে খুনের অভিযোগ

মুর্শিদাবাদ: বেহাল রাস্তা নিয়ে সোচ্চার হওয়ায় এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের রমনা গ্রামে। মৃতের নাম বাবর আলি।

সকালে বাড়ির উঠোনের মধ্যে ব্রাশ করার সময় ৫-৬ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে খুব কাছ থেকে গুলি করে বাবর আলিকে। পরপর তিনটি গুলির মধ্যে একটি গুলি বুকে লাগে, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লুটিয়ে পড়েন সেই ব্যক্তি। কানাপুকুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ভারতের ১ টাকা মানে এই দেশের ৫০০, ইতিহাস সমৃদ্ধ এই দেশে ঘুরতে গেলে বিপুল লাভ

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। অভিযোগ, ভগবানগোলা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম সেখের নেতৃত্বে খুন করা হয়েছে। গোলাম সেখ-সহ মোট ৯ জনের বিরুদ্ধে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিউদ্দিন সেখ, মিলন হক, টিয়ারুল সেখ, মুরসেলিম সেখ ও আরজিনা বিবি এই ৫ জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।

আরও পড়ুন: সাপের বিষে প্রাণ যায় বহু প্রাণীর, কিন্তু উটকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ, কারণ জানলে চমকে উঠবেন

রমনা গ্রামের রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। এই বর্ষার মধ্যে রাস্তা কাদা হয়ে যাওয়ায় তারমধ্যে দিয়ে হাঁটাচলা করতে হচ্ছিল গ্রামবাসীদের। বেহাল রাস্তা নিয়ে সরব হয়েছিলেন এলাকার তৃণমূল সমর্থক বাবর আলি। রাস্তা না হওয়ার জন্য দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম সেথকে দোষারোপ করছিলেন। অভিযোগ কিছু দিন আগে, চায়ের দোকানেও গোলামের সঙ্গে গন্ডগোল হয় বাবরের।

সেই কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। মৃত বাবর আলির স্ত্রী তানসুরা বিবি বলেন, আমার স্বামী বাড়ির উঠোনেই দাঁড়িয়ে ছিল। গোলাম, মুরসেলিম সহ ৫-৬ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে পরপর তিনটি গুলি করে। ওই গোলামই আমার স্বামীকে খুন করেছে। আমার স্বামীর খুনের আমি বিচার চাই। মৃতের মেয়ে বিলকিশ খাতুন বলেন, আমার বাবা তৃণমূলের সমর্থক হিসেবেই এলাকায় কাজ করত।