Tag Archives: Shootout

Shootout at Hooghly: মাঝরাতে গাড়ি থামিয়ে একের পর এক গুলি! মগরা শুটআউটে গুলিবিদ্ধ ২, কেন হামলা?

হুগলি: মাঝরাতে গাড়ি থামিয়ে চলল গুলি! মগড়ায় শুটআউটে গুলিবিদ্ধ দু’জন। আহত বিশ্বনাথ দে (৪০) ও মইদূল ইসলাম (৩০)। দু’জনকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্বনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগড়া থানার নাকসা মোরের কাছে গতকাল রাত দেড়টা নাগাদ দু’জন বাইক নিয়ে মগড়ার দিকে যাচ্ছিল। পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাঁদের ধাওয়া করে আসে। নাকসা মোর ছাড়িয়ে যেতে কাছ থেকে গুলি করে। কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মইদূলের থাইয়ে গুলি লাগে। বিশ্বনাথের হাতে ও পেটে গুলি লাগে। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: হাসপাতালের চিকিৎসা বর্জ্য নিয়েও সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! মামলা এবার হাইকোর্টে

ঘটনায় একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, কারা, কী উদ্দেশ্যে গুলি চালালো সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ভারতে ঢুকল ‘ব্যাগ’, কিন্তু শেষরক্ষা হল না! ধরা পড়তেই ভিতর থেকে যা বেরল, বিশ্বাস হবে না শুনে!

বিশ্বনাথের মা সবিতা দে জানান, তাঁর ছেলে মাটির কারবার করে। তৃণমূলের মিটিং-মিছিলে যায়। তবে বেশ কয়েক বছর ছেলে-বৌমা নাতনিকে নিয়ে আলাদা সংসারে থাকে নীচের ঘরে। মা উপরতলায় থাকেন। এদিন সকালে তিনি জানতে পারেন ছেলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা।

রাহী হালদার

Crime News: প্রকাশ‍্যে শুটআউট! মাঝ রাতে গুলিবিদ্ধ ২ যুবক, আতঙ্কে কাঁটা এলাকাবাসী

মগরাঃ রাজ্যে ফের শুটআউট। মগরায় শুটআউটে গুলিবিদ্ধ ২। রাতে বাইকে চড়ে যাওয়ার সময় গুলি করার অভিযোগ। পিছন থেকে পরপর গুলি করে  দুষ্কৃতীরা। হাতে-পেটে-পায়ে গুলি নিয়ে হাসপাতালে ভর্তি দুজন। পুলিশের অনুমান পুরোনো শত্রুতার জেরেই গুলি!

আরও পড়ুনঃ লজ্জা, লজ্জা, লজ্জা…! কলকাতার উপকণ্ঠে বাড়িতে আটকে আয়াকে যৌন নির্যাতন! কাঠগড়ায় বিজেপি নেতা

আহত দুই ব‍্যক্তির নাম বিশ্বজিৎ দে(৪০) ও মইদূল ইসলাম(৩২)। দুজনকেই চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিশ্বজিৎ-এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মগড়া থানার নাকসা মোরের কাছে গতকাল রাত দেড়টা নাগাদ দুজন বাইক নিয়ে মগড়ার দিকে যাচ্ছিল। পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাঁদের ফলো করে আসে। নাকসা মোর ছাড়িয়ে যেতে কাছ থেকে গুলি করে। কয়েক রাউন্ড গুলি চালানো হয়। মইদূলের থাই-তে গুলি লাগে। বিশ্বজিৎ-এর হাতে ও পেটে গুলি লাগে। পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনায় একটি মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পুরোনো শত্রুতার জেরে এই ঘটনা হতে পারে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, ‘কারা কী উদ্দেশ‍্যে গুলি চালালো সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’

সোমনাথ ঘোষ

West Bengal news: বেহাল রাস্তা নিয়ে সোচ্চার হওয়ায় ফল? গুলি করে খুনের অভিযোগ

মুর্শিদাবাদ: বেহাল রাস্তা নিয়ে সোচ্চার হওয়ায় এক ব্যক্তিকে গুলি করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের রমনা গ্রামে। মৃতের নাম বাবর আলি।

সকালে বাড়ির উঠোনের মধ্যে ব্রাশ করার সময় ৫-৬ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে খুব কাছ থেকে গুলি করে বাবর আলিকে। পরপর তিনটি গুলির মধ্যে একটি গুলি বুকে লাগে, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে লুটিয়ে পড়েন সেই ব্যক্তি। কানাপুকুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: ভারতের ১ টাকা মানে এই দেশের ৫০০, ইতিহাস সমৃদ্ধ এই দেশে ঘুরতে গেলে বিপুল লাভ

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। অভিযোগ, ভগবানগোলা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম সেখের নেতৃত্বে খুন করা হয়েছে। গোলাম সেখ-সহ মোট ৯ জনের বিরুদ্ধে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত মহিউদ্দিন সেখ, মিলন হক, টিয়ারুল সেখ, মুরসেলিম সেখ ও আরজিনা বিবি এই ৫ জনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ।

আরও পড়ুন: সাপের বিষে প্রাণ যায় বহু প্রাণীর, কিন্তু উটকে খাওয়ানো হয় বিষাক্ত সাপ, কারণ জানলে চমকে উঠবেন

রমনা গ্রামের রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। এই বর্ষার মধ্যে রাস্তা কাদা হয়ে যাওয়ায় তারমধ্যে দিয়ে হাঁটাচলা করতে হচ্ছিল গ্রামবাসীদের। বেহাল রাস্তা নিয়ে সরব হয়েছিলেন এলাকার তৃণমূল সমর্থক বাবর আলি। রাস্তা না হওয়ার জন্য দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ গোলাম সেথকে দোষারোপ করছিলেন। অভিযোগ কিছু দিন আগে, চায়ের দোকানেও গোলামের সঙ্গে গন্ডগোল হয় বাবরের।

সেই কারণেই এই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। মৃত বাবর আলির স্ত্রী তানসুরা বিবি বলেন, আমার স্বামী বাড়ির উঠোনেই দাঁড়িয়ে ছিল। গোলাম, মুরসেলিম সহ ৫-৬ জন দুষ্কৃতী বাড়িতে ঢুকে পরপর তিনটি গুলি করে। ওই গোলামই আমার স্বামীকে খুন করেছে। আমার স্বামীর খুনের আমি বিচার চাই। মৃতের মেয়ে বিলকিশ খাতুন বলেন, আমার বাবা তৃণমূলের সমর্থক হিসেবেই এলাকায় কাজ করত।

Nadia News: তোলা না দেওয়ার জের! ভরদুপুরে কৃষ্ণনগরের ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করার অভিযোগ

কৃষ্ণনগর: তোলাবাজির টাকা দিতে না চাওয়ায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এদিন ভোরে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের গোয়াড়ী বাজারে। আহত ব্যক্তির নাম বিশ্বনাথ ঘোষ। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায়, একটি গুলি তার পায়ে লাগে। পিস্তল দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন ঐ ব্যক্তি। জানা গিয়েছে আহত ব্যক্তি কৃষ্ণনগর নগেন্দ্র নগরের বাসিন্দা, পেশায় মাছ ব্যবসায়ী। সে প্রতিদিন কৃষ্ণনগর পাত্র বাজারের মাছ বিক্রি করে।

আরও পড়ুন: ফের বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী! ২০২৫-এ কী হতে চলেছে? শুনলে গায়ে কাঁটা দেবে পাঁচ মাস আগে থেকেই

সূত্র মারফত জানা যায় আজ সকালে গোয়ারী বাজারে আরতে মাছ কিনতে যায়। তখন তার কাছ থেকে স্থানীয় এক দুষ্কৃতী তোলাবাজি টাকা দাবি করে। সে টাকা দিতে রাজি না হওয়ায় আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপর তার কাছে থাকা ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেওয়া হয় এবং তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। একটি গুলি তার পায়ে লাগে। তাঁর দাদা সমীর ঘোষ বাধা দিতে গেলে তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি করে বলে অভিযোগ। যদিও গুলি তার গায়ে লাগেনি এরপর তাকে মারধর করে টাকা কেড়ে নেওয়া হয়।

আরও পড়ুন: প্রসবের সময় মারা যান স্ত্রী! দেহ সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… জানলে আপনিও শিউরে উঠবেন

আহত ব্যক্তিকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালী থানা পুলিশ। ঘটনার পর ওই অভিযুক্তরা পলাতক। তার খোঁজে সন্ধ্যান চালাচ্ছে পুলিশ।

Shootout in Kolkata: কলকাতায় শ্যুটআউট! মাঝ রাতে পার্ক স্ট্রিটের কাছে গুলিবিদ্ধ যুবক, আতঙ্কে কাঁটা এলাকাবাসী

কলকাতা: খাস কলকাতায় চলল গুলি৷ শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে পার্ক স্ট্রিট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটে৷ এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর৷ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷

পুলিশ সূত্রে খবর, গতকাল বিকেলে বাইকের রেষারেষিকে কেন্দ্র করে মির্জা গালিব স্ট্রিটে গন্ডগোলের সূত্রপাত হয়৷ স্থানীয় এক বাসিন্দার কথায়, এই ঘটনার গভীর রাতে ওই এলাকায় চড়াও হয় বহিরাগত সত্তর থেকে আশিজন বহিরাগত যুবক৷ তখনই গুলি চলে বলে অভিযোগ৷ ঘটনার তদন্তে নামে পার্ক স্ট্রিট থানার পুলিশ৷ ঘটনাস্থলে যায় লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকরাও৷

আরও পড়ুন: তেড়ে আসছে… এলোপাথাড়ি হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টির দাপট…! উত্তরের তিন জেলায় মুষলধারে নামবে, হাতে দু’ ঘণ্টা

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাইক ওভারটেক করাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্য বচসা বাঁধে৷ এরই জেরে রাতে ওই এলাকায় নিজের দলবল নিয়ে চড়াও হয় সোনা নামে মূল অভিযুক্ত এক যুবক৷ তালতলার বাসিন্দা এখলাস বেগ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় সোনা৷ গুলি লাগে এখলাসের ডান পায়ে৷ এর পরই এলাকা ছাড়ে দুষ্কৃতীরা৷

আহত ওই যুবককে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পার্ক স্ট্রিট থানার পুলিশ৷ যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷

Shootout: গভীর রাতে বাড়ির গ্রিল কেটে…মালদহে ভয়ঙ্কর শ‍্যুটআউট, গুলিবিদ্ধ ব্যবসায়ী

মালদহ: মালদহে শুট আউট। জমি বিবাদের জেরে যুবককে গুলি করে খুনের চেষ্টা। বাড়িতে ঢুকে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ ব্যক্তি ভর্তি মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদহের রশিলাদহ কলোনী এলাকার ঘটনা। জায়গা জমি দখল নিয়ে পুরনো বিবাদকে কেন্দ্র করে একমুদি দোকানদারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

শুক্রবার গভীর রাতে পুরাতন মালদহ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রশিলাদহ কলোনী এলাকার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ। গুলিবিদ্ধ ওই মুদি দোকানদার সুমন সাহা (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত চার মাস আগে এলাকার ৩.৫ বিঘা জায়গা দখল নিয়ে পুরাতন মালদহ থানার ছাতিয়ান মোড় মন্ডলপাড়া এলাকার একদল যুবকের সঙ্গে গন্ডগোল হয় স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন: হোটেলের ঘরে রাখা এই জিনিসগুলির উপর আপনারই অধিকার! নির্দ্ধিধায় বাড়ি নিয়ে যেতে পারবেন! চুরি বলা হবে না, জেনে নিন কোনগুলি?

সেইসময় জায়গা দখলের প্রতিবাদ করেন স্থানীয় ব্যবসায়ী সুমন সাহা। অভিযোগ এরপর থেকেই তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। আক্রান্তের পরিবারের অভিযোগ, গতকাল গভীর রাতে মুখ ঢাকা অবস্থায় আকাশ মন্ডল ও বিশাল মন্ডল-সহ মোট চারজন দুষ্কৃতি বাড়ির পেছনের দরজার গ্রিল কেটে বাড়িতে ঢুকে গুলি চালাই। সেই গুলি ওই মুদি দোকানদারের বাম পায়ে লাগে। গুলির আওয়াজ শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। দুষ্কৃতীরা মুখ ঢাকা অবস্থায় এসেছিল।

রাতেই আক্রান্ত ওই মুদি দোকানদারকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় মালদা থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। জায়গা দখল নিয়ে গন্ডগোল নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তাও তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ।

আরও পড়ুন: ছাতা রাখুন সঙ্গে, সাত সকালেই আকাশ কালো করে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! সঙ্গী ঝোড়ো হাওয়া, দক্ষিণের দুই জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা

এদিকে শ‍্যুট আউটের ঘটনার জেরে ক্ষোভ ছড়িয়েছে এলাকায় । অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি করেছেন স্থানীয়রা। হামলাকারী চার যুবকের মধ্যে দু’জনের পরিচয় জানা গিয়েছে। অবিলম্বে দুষ্কৃতীরা গ্রেফতার না হলে আন্দোলনের হুমকি দিয়েছেন স্থানীয়রা।