সিএ পাশ করে এলে সন্তানকে জড়িয়ে অঝোরে কান্না সবজি বিক্রেতা মায়ের (Photo Credits: X)

Success story: অধ্যাবসায়ের জোরে ফুটপাতের সবজি বিক্রেতার সন্তান উত্তীর্ণ হল সিএ পরীক্ষায়, জীবনযুদ্ধে সফলতার সোনালি আখ্যান

মুম্বই: ভারতের এমন অনেক পরীক্ষা আছে, যেগুলো পাশ করতে দরকার অধ্যাবসায়, পরিশ্রম আর অপার জেদ৷ এমনই এক পরীক্ষা সিএ৷ ‘ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস’ (Institute of Chartered Accountants of India) দ্বারা সংগঠিত এই পরীক্ষা পাশের জন্য উপরের গুণগুলোর সঙ্গে চাই ধৈর্যও৷ কারণ এই পরীক্ষার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ হয়৷ এমনই এক পরীক্ষায় সম্মানে উত্তীর্ণ হলেন মুম্বইয়ের একজন মহিলা সবজি বিক্রেতার পূত্র যোগেশ৷

আরও পডুন:শনিবার ভূখণ্ডে ইজরায়েলের হানায় নিহতের সংখ্যা প্রায় ৭০, এসেছে শিশু মৃত্যুর খবরও, আহত বহু, বিশ্ব জুড়ে আবারও শুরু হয়েছে নিন্দার ঝড়

জীবনের এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগেশ তাঁর মাকে জড়িয়ে ধরেছেন৷ পথের ধারে সবজি বিক্রেতা মহিলা, সদ্য সিএ পাশ করা পুত্রের মাও পুত্রকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন৷

মুম্বইয়ের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে৷ ১৪ জুন এই আবেগপ্রবণ দৃশ্যটি টুইটারে ভাইরাল হয়ে যায়৷ সঙ্গে সঙ্গে প্রায় ৪ লাখেরও বেশি ভিউ পায় এটি৷ সেখানে কমেন্ট সেকশনে অনেকেই অনেক মন্তব্য করেছেন৷ কিছু জনের বক্তব্য এই লড়াই এক দিনের নয়৷ কেবল যে পরীক্ষায় সফল হয়েছেন, তাঁরও নয়, এ লড়াই তাঁর মায়েরও৷ একজন লিখেছেন, ‘‘মা-বাবারা সন্তানের জন্য কত ছোট-বড় ত্যাগ স্বীকার করেন, ওঁদের একটা একটা লড়াইয়ের মধ্যে দিয়ে এই সাফল্য আসে৷ আসা করব সন্তানটি ভবিষ্যতেও মায়ের এই অবদান মনে রাখবেন, তাঁকে ছেড়ে দিয়ে চলে যাবেন না৷’

আরও পড়ুন:লিপস্টিক বা পার্ফিউম নয়, তরুণীর হ্যান্ডব্যাগ থেকে বেরলো এক অদ্ভুত জিনি

অনেকেই কমেন্টেও অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছে৷ একজন লিখেছেন,‘‘ সিএ পড়ার খরচ অন্যান্য অনেক পড়াশোনার চেয়ে কিছুটা হলেও কম৷ তার জন্যই অনেক শিক্ষিত ও কৃতি সন্তানেরা এই পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হন৷’’

ভারতবর্ষের শিক্ষাব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে বেশ খরচবহুল হয়ে থাকে৷ এই নিয়ে সত্যিই সরকারের ভাবনা চিন্তা করা উচিত৷ একজন লেখেন, ‘‘ছোট থেকে ভাল করে অধ্যাবসায় করা দরকার৷ একমাত্র সঠিক অধ্যাবসায় মধ্যবিত্ত সমাজের মানোন্নয়ন করতে পারে৷’’

তবে যোগেশের জীবনযুদ্ধের এই জয়ে খুশি হয়েছেন, প্রায় সমস্ত নেটিজেনরাই৷