পাহাড়ের ভোটে আজ প্রচারে অভিষেক (Photo Courtesy: Abhishek Banerjee/Facebook Page)

Abhishek Banerjee: পাহাড়ের ভোটে প্রচার, দার্জিলিং থেকে মালদহ, দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে জনসভা অভিষেকের

কলকাতা: আজ, মঙ্গলবার দুই জেলায় জনসভা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । ১৯ এপ্রিলে লোকসভা ভোটের প্রথম দফার ভোট হয়েছে। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ে ভোট রয়েছে। ভোটে তৃণমূল প্রচারে ঝড় তুলেছে। ইতিমধ্যেই এই তিন আসনে জোরদার প্রচার করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং রাজনাথ সিং। প্রচার ও রোড শো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

আরও পড়ুন- সপ্তাহভর চলবে তাপপ্রবাহের পরিস্থিতি, বুধবার থেকে ফের তীব্র দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ ! উত্তরের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

২৩ এপ্রিল দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামার সমর্থনে গোঁসাইপুরে উত্তরা টাউনশিপ ময়দানে দুপুর ১টায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তারপরেই মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে কালিয়াচক-৩ ব্লকের আইটিআই কলেজের পাশের মাঠে দুপুর ২টোয় জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দার্জিলিং লোকসভা আসন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে বিগত তিন বছরে তিন বার জয়ী সাংসদদের বদল করেছিল বিজেপি শিবির৷ যদিও চলতি নির্বাচনে ২০১৯ সালের জয়ী রাজু বিস্তাকেই ফের টিকিট দিয়েছে বিজেপি।

আরও পড়ুন– অসংখ্য কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল ! মনোনয়ন জমা দিলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান

২০০৯ সালে এই আসন জিতে নেন যশবন্ত সিনহা। ২০১৪ সালে এই আসন জিতে নেয় সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। ২০১৯ সালে পাহাড় আসন জয়লাভ করে রাজু বিস্তা ৷ তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার এই আসনে জয় তাদের হবে, যারা সমতল থেকে ভাল ফল করতে পারবে ৷ সমতলের চোপড়া আসন থেকে বরাবর লিড পেয়ে আসছে তৃণমূল কংগ্রেস। তবে শিলিগুড়ি, নক্সালবাড়ি আসনে বিজেপির ফল ভাল ৷ তবে সাম্প্রতিক সময়ে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও পুর ভোটে তৃণমূলের ফল ভাল ৷ তবে সেটাকে গুরুত্ব দিতে রাজি নয় বিরোধীরা। দার্জিলিং লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস এবার দায়িত্ব দিয়েছে অনীত থাপাকে। প্রাক্তন আধিকারিক গোপাল লামাকে প্রার্থী করেছে জোড়া ফুল শিবির৷ আজ, মঙ্গলবার তার সমর্থনে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিন শিলিগুড়িতে প্রচার সারবেন শুভেন্দু অধিকারীও ৷ সব মিলিয়ে পাহাড়ের আসন রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷