প্রশাসনিক পর্যালোচনা বৈঠক।

Abhishek Banerjee: আমতলায় প্রশাসনিক পর্যালোচনা সভায় দলীয় কর্মীদের বার্তা, কী বললেন অভিষেক?

দক্ষিণ ২৪ পরগনা: আমতলায় শনিবার প্রশাসনিক পর্যালোচনা সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন৷ এদিন বিস্তারিত আলোচনা করা হয়েছে জল, রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র নিয়ে।

শনিবার অভিষেক জানান, ৭০ কোটি টাকার কাজের শিলান্যাস করা হয়েছে, ৭৫ কোটি টাকার কাজের উদ্বোধন করা হয়েছে, ভোটের ফল প্রকাশের পরে দু’মাসের মধ্যে এই কাজ করা হয়েছে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে বড় দাবি অভিষেকের, কী বললেন তৃণমূল সাংসদ?

আমতলায় প্রশাসনিক পর্যালোচনা সভায় অভিষেক উল্লেখ করেন, ‘একাধিক বিষয়ে লাটসাহেবের মতো আচরণ করছেন নীচুতলার কিছু ব্যক্তি। কারও সমস্যা হলেই এক ডাকে অভিষেকে জানান। কেউ যদি কোনও কাজে বাধা দেয় তাহলে পুলিশ স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেবে”।

এই বৈঠকে দলীয় কর্মীদেরও বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যদি কোনও দলীয় কর্মী কাজে বাধা দেয় বা হুমকি দেয় পুলিশ সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়ককে জানাবেন এবং গ্রেফতার করবেন। জিরো টলারেন্স নীতি মেনেই চলা হবে”।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?

সেই সঙ্গে এলাকার কাজ নিয়ে কেউ কোনও সমস্যা তৈরি করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। পর্যালোচনা বৈঠকে অভিষেক জানান, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির জন্য এআই প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা চলছে, বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, চিঠিও পাঠানো হয়েছে।