Tag Archives: TMC MP

Jawhar Sircar resignation from TMC MP: ‘আর পারছি না, সংসদ পদ থেকে মুক্তি চাই’, প্রতিক্রিয়া জহর সরকারের, কবে ইস্তফা দিচ্ছেন?

নয়াদিল্লি: সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে দলের অস্বস্তি বাড়ালেন তৃণমূল সাংসদ জহর সরকার। এবার সেই নিয়ে মুখ খুললেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও।

তিনি ইস্তফা প্রসঙ্গে বলেন, “আমি আর পারছি না। সংসদ পদ থেকে মুক্তি চাই। রাজনীতি ছাড়ছি কিন্তু নীতি ছাড়ব না।” পাশাপাশি কবে সরকারি ভাবে সাংসদ পদ ছাড়বেন তা-ও জানালেন তিনি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জানালেন, আগামী সপ্তাহেই দিল্লিতে গিয়ে দেবেন ইস্তফা দেবেন জহর সরকার।

আরও পড়ুন: পলিগ্রাফ টেস্টে কী প্রশ্ন করা হয় সঞ্জয়কে? RG Kar মামলার সুপ্রিম শুনানির আগেই ফাঁস

সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছে কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম। ‘ইন্ডিয়ার’ শরিক দল তৃণমূলের সাংসদের ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, “আপনার সিদ্ধান্তে বিস্মিত এবং হতাশ। সংসদে আপনার মতো মানুষ দরকার। আপনি তথ্যপ্রযুক্তি সংক্রান্ত বিষয়ে সংসদের স্ট্যান্ডিং কমিটিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমি আপনার বিরক্তির কারণ বুঝতে পারছি, আশাকরি আপনি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন”।

আরও পড়ুন: মুক্তির আগেই দাম ফাঁস! আইফোন ১৬ সিরিজের মডেল কিনতে কত খরচ হবে জানেন?

রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে শাসক দলের অস্বস্তি কয়েকগুণ বাড়িয়ে দিলেন জহর সরকার। সূত্রের খবর, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন তিনি। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়ে এর আগেই দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। কিন্তু এই প্রথম শাসকদলের কোনও সাংসদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন।

Abhishek Banerjee: আমতলায় প্রশাসনিক পর্যালোচনা সভায় দলীয় কর্মীদের বার্তা, কী বললেন অভিষেক?

দক্ষিণ ২৪ পরগনা: আমতলায় শনিবার প্রশাসনিক পর্যালোচনা সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে পুলিশ আধিকারিকরাও উপস্থিত ছিলেন৷ এদিন বিস্তারিত আলোচনা করা হয়েছে জল, রাস্তা, স্বাস্থ্যকেন্দ্র নিয়ে।

শনিবার অভিষেক জানান, ৭০ কোটি টাকার কাজের শিলান্যাস করা হয়েছে, ৭৫ কোটি টাকার কাজের উদ্বোধন করা হয়েছে, ভোটের ফল প্রকাশের পরে দু’মাসের মধ্যে এই কাজ করা হয়েছে।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে বড় দাবি অভিষেকের, কী বললেন তৃণমূল সাংসদ?

আমতলায় প্রশাসনিক পর্যালোচনা সভায় অভিষেক উল্লেখ করেন, ‘একাধিক বিষয়ে লাটসাহেবের মতো আচরণ করছেন নীচুতলার কিছু ব্যক্তি। কারও সমস্যা হলেই এক ডাকে অভিষেকে জানান। কেউ যদি কোনও কাজে বাধা দেয় তাহলে পুলিশ স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেবে”।

এই বৈঠকে দলীয় কর্মীদেরও বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যদি কোনও দলীয় কর্মী কাজে বাধা দেয় বা হুমকি দেয় পুলিশ সঙ্গে সঙ্গে স্থানীয় বিধায়ককে জানাবেন এবং গ্রেফতার করবেন। জিরো টলারেন্স নীতি মেনেই চলা হবে”।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?

সেই সঙ্গে এলাকার কাজ নিয়ে কেউ কোনও সমস্যা তৈরি করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। পর্যালোচনা বৈঠকে অভিষেক জানান, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় উন্নতির জন্য এআই প্রযুক্তি ব্যবহারের প্রচেষ্টা চলছে, বিশ্ব ব্যাঙ্কের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, চিঠিও পাঠানো হয়েছে।

Abhishek Banerjee on RG Hospital Case: আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে বড় দাবি অভিষেকের, কী বললেন তৃণমূল সাংসদ?

দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর কাণ্ড নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই জন্য কড়া শাস্তির দাবি তুললেন অভিষেক।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আরজি করে যা ঘটেছে তা অত্যন্ত নারকীয়। মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অবস্থান জানিয়েছেন। আমাদের আইন হাত বেঁধে রেখেছে৷ যারা এই সমস্ত ঘটনা ঘটায় তাদের থাকার অধিকার নেই৷ যে ঘটনা ঘটিয়েছে সে যা খুশি হোক। সে খুনী৷ সে পুলিশ, কৃষক, ইঞ্জিনিয়ার সেটা দেখার দরকার নেই৷ দ্রুত তদন্ত করে বিচার হোক”।

সেই সঙ্গে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিচারব্যবস্থার সংশোধন করা উচিত বলে মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ঘটনার পুনরাবৃত্তি না চাইলে অধ্যাদেশ আনুন, বিল আনুন যাতে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়৷ বিরোধীরা তাতে সমর্থন করুন। বিচার ব্যবস্থাকে সংশোধন করা উচিত।”

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে পড়ুয়াদের সমস্ত দাবি দাবি মেনে নিল স্বাস্থ্য দফতর, কী কী পদক্ষেপ?

পাশাপাশি এই ঘটনা নিয়ে নাম না করে বিরোধীদের কটাক্ষ করেছেন অভিষেক। অভিষেক বলেন, “বলছে সিবিআই চাই৷ উত্তরপ্রদেশ হলে দেহ খুঁজে পাওয়া যেত না। বিলকিসের বেলায় কি হল? এখনও তদন্ত শেষ হয়নি”। কঠোর আইন এনে অপরাধীদের চরম শাস্তির দাবি তুললেন অভিষেক। তিনি বলেন, “আইনসভায় কঠোর আইন আনা উচিত, খুনী, ধর্ষকদের এনকাউন্টার করে মারা উচিত। জেলে রেখে লালন পালন করতে লাখ লাখ টাকা খরচ। পারিপার্শ্বিক প্রমাণ বিরুদ্ধে থাকলে হয় এনকাউন্টার করা উচিত, নয় ফাঁসির মঞ্চে ঝোলানো উচিত৷ এদের সমাজে থাকার অধিকার নেই”।

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য! সিভিকের চাকরি…আর কী কী?

পাশাপাশি হাসপাতালগুলিতে রাতে ৯-১০টার পরে অবাধ যাতায়াত নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। “রাত দশটার পরে কেন সিভিক ভলান্টিয়ার ঢুকবে? তার কী অধিকার আছে? রাত ১০টার পরে ডাক্তার,রোগী ছাড়া কেউ থাকবে না। রাত ৩টের সময়ে কেন যাবে সিভিক ভলান্টিয়ার? কঠোর হতে হবে”, বলেন অভিষেক।

TMC MP Kirti Azad: রেগে গিয়ে রাস্তার পাথর তুলে ইঞ্জিনিয়ারের পকেটে ঢোকালেন সাংসদ! কেন এমন ঘটল?

পশ্চিম বর্ধমান: এক মাসের মধ্যেই বেহাল নতুন রাস্তা। পিচ উধাও, উঠে আসছে পাথর। ঘটনা দেখে ক্ষুব্ধ তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। হাত দিয়ে খুঁড়ে ফেললেন রাস্তা, মুঠো করে তুলে নিলেন পাথর। সেই পাথর ঢুকিয়ে দিলেন জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পকেটে। বলেন, যান এই পাথর নিয়ে কী করবেন তা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেখান। গলসির মনোহর সুজাপুরের এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ভারতের শ্রীলঙ্কা সফরের আগেই দুঃসংবাদ! গুলি করা খুন করা হল প্রাক্তন ক্রিকেটারকে

রাস্তা বেহাল হয়ে যাওয়ার অভিযোগ পেয়ে সেখানে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। বেহাল রাস্তা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানিয়ে দেন, ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে জেলাশাসকের কাছে অভিযোগ জানাবেন তিনি। তাঁর প্রশ্ন, অভিযোগ পেয়ে সাংসদ পৌঁছে গেলেও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসতে পারলেন না কেন? এরপরই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জিনসের পকেটে স্টোনচিপ ভরে দিলেন প্রাক্তন ক্রিকেটার-সাংসদ। যা দেখে হাততালি দিয়ে উঠলেন রাস্তার চার পাশে ভিড় করা মানুষজন। কেউ কেউ সাংসদের মারকাটারি মেজাজ দেখে ছবিও তুলে রাখলেন মোবাইলে।

আরও পড়ুন: প্রসবের সময় মৃত্যু স্ত্রীর! সৎকার করে চিতাভস্ম থেকে যা পাওয়া গেল… শিউরে উঠবেন

মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসির মনোহর-সুজাপুরে গিয়েছিলেন কীর্তি। সেখানে একটি সদ্য নির্মীয়মাণ রাস্তা দেখে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে ডাকেন তিনি। তাঁকে বলেন, ”আপনার সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিয়ারকে বলবেন, এটা দেখতে। তিনি এই রাস্তা নিয়ে কী করবেন সেটা নিয়ে ভাবতে। এই রাস্তা কি তাঁর চোখে পড়েনি?”

সাংসদ জানান, তিনি সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে রাস্তা পরিদর্শনে গিয়েছিলেন। অ্যাসিন্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে একের পর এক প্রশ্ন করেও কোনও সদুত্তর না পেয়ে ক্ষুব্ধ হয়ে যান। সাংসদ এ-ও বলেন, ”রাস্তা নিয়ে মানুষের অভিযোগ পেয়ে একজন সাংসদ আসতে পারেন। কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসতে পারেন না?”

তৃণমূল সাংসদ বলেন, ”দিদির সরকার গ্রামের মানুষের জন্য কাজ করছে। এতো ভাল ভাল প্রকল্প করছে, আর মানুষকে এই ভাবে অসুবিধা পোহাতে হচ্ছে! সাধারন মানুষের টাকা এভাবে নয়ছয় করতে দেব না। এ নিয়ে জেলাশাসককে চিঠি লিখব। রাস্তার এই অবস্থা কেন, তার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব”।

World Championship of Legends: দু’সপ্তাহের মধ্যেই আবার বিশ্বজয় ভারতের! ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলেন তৃণমূল সাংসদ

রোহিতদের টি২০ বিশ্বকাপ জয়ের এক সপ্তাহও কাটল না। ফের বিশ্বজয়ের স্বাদ পেল ভারত। ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল ৬ দলের লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়ানশিপ। ৬টি দেশের বিখ্যাত প্রাক্তন ক্রিকেটাররা এই খেলায় অংশ নিয়েছিলেন।
রোহিতদের টি২০ বিশ্বকাপ জয়ের এক সপ্তাহও কাটল না। ফের বিশ্বজয়ের স্বাদ পেল ভারত। ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল ৬ দলের লেজেন্ডদের বিশ্ব চ্যাম্পিয়ানশিপ। ৬টি দেশের বিখ্যাত প্রাক্তন ক্রিকেটাররা এই খেলায় অংশ নিয়েছিলেন।
ভারতের নেতৃত্ব দেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। ভারতের দলে যুবরাজ ছাড়াও ছিলেন অম্বতী রায়ুডু, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিং-সহ একঝাঁক প্রাক্তন ক্রিকেটার। ফাইনালে পাকিস্তানের লেজেন্ডদের মুখোমুখি হন যুবরাজরা।
ভারতের নেতৃত্ব দেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। ভারতের দলে যুবরাজ ছাড়াও ছিলেন অম্বতী রায়ুডু, সুরেশ রায়না, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, হরভজন সিং-সহ একঝাঁক প্রাক্তন ক্রিকেটার। ফাইনালে পাকিস্তানের লেজেন্ডদের মুখোমুখি হন যুবরাজরা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলেন পাকিস্তানের লেজেন্ডরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪১ রান করেন শোয়েব মালিক, ১৯ বলে ২৪ রান করেন কামরান আকমল।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলেন পাকিস্তানের লেজেন্ডরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৪১ রান করেন শোয়েব মালিক, ১৯ বলে ২৪ রান করেন কামরান আকমল।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অম্বতী রায়ুডু। ৩৩ বলে ৩৪ রান করেন গুরকিরাত সিং মান, এবং ১৬ বলে ঝোড়ো ৩০ রান করেন ইউসুফ পাঠান।
জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন অম্বতী রায়ুডু। ৩৩ বলে ৩৪ রান করেন গুরকিরাত সিং মান, এবং ১৬ বলে ঝোড়ো ৩০ রান করেন ইউসুফ পাঠান।
কিছু দিন আগেই তৃণমূলের হয়ে লোকসভা ভোটে লড়াই করে চির পরিচিত অধীর দুর্গ ভেঙে খানখান করে দিয়েছেন ইউসুফ পাঠান। এবার লেডেন্ডদের ক্রিকেট লিগেও জিতলেন বহরমপুরের তৃণমূল সাংসদ। শুধু তাই নয়, পুরো টুর্নামন্ট জুড়ে অসাধারণ ছন্দে থাকার জন্য টুর্নামেন্টের সেরাও হয়েছেন ইউসুফ পাঠান। প্রসঙ্গত, এর আগেও ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তৃণমূল সাংসদ, এবার আবার বিশ্বজয়ের স্বাদ পেলেন ইউসুফ।
কিছু দিন আগেই তৃণমূলের হয়ে লোকসভা ভোটে লড়াই করে চির পরিচিত অধীর দুর্গ ভেঙে খানখান করে দিয়েছেন ইউসুফ পাঠান। এবার লেডেন্ডদের ক্রিকেট লিগেও জিতলেন বহরমপুরের তৃণমূল সাংসদ। শুধু তাই নয়, পুরো টুর্নামন্ট জুড়ে অসাধারণ ছন্দে থাকার জন্য টুর্নামেন্টের সেরাও হয়েছেন ইউসুফ পাঠান। প্রসঙ্গত, এর আগেও ২০০৭ এবং ২০১১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তৃণমূল সাংসদ, এবার আবার বিশ্বজয়ের স্বাদ পেলেন ইউসুফ।

TMC: কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতেই তৃণমূলের নয়া কৌশল? হঠাৎ হরিয়ানায় পাঁচ TMC সাংসদ

নয়াদিল্লি : হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করলেন তৃণমূল সাংসদরা। এদিন দুপুরে হরিয়ানা-দিল্লি সীমান্তের একাধিক স্থানে আন্দোলনরত কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করলেন ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ-সহ পাঁচ সাংসদ। এর আগেও কৃষকদের আন্দোলনে সিংগু সীমান্তে প্রতিনিধিদল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। সংহতির বার্তা দিয়েছিল। এবার সাংসদ নির্বাচিত হওয়ার পরেও নতুন সাংসদরা দেখা করলেন কৃষক আন্দোলনকারীদের সঙ্গে।

গত শনিবারই মমতা জানান, হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করতে যাবে তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। তাঁরা সকলেই সাংসদ। দলে থাকবেন ডেরেক, নাদিমুল, সাগরিকা এবং দোলা সেন। গত শুক্রবার শিবসেনা (উদ্ধব) নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাকে প্রশ্ন করা হয় এমন সাক্ষাতের নেপথ্যে কি তাঁর কোনও রাজনৈতিক কৌশল রয়েছে?

আরও পড়ুন: দিল্লিতে ধুতি-পাঞ্জাবিতে শপথ নিলেন ছেলে…! বালুরঘাটে বাড়িতে বসে কী বললেন সুকান্তর মা! ‘অন্য’ সুর মায়ের গলায়

জবাবে মমতা বলেন, ‘‘আমরা সকলের সঙ্গে সমন্বয় রক্ষা করে চলতে চাই। সেই জন্য ‘ইন্ডিয়া’ শরিকদের সঙ্গে আলোচনাও জরুরি। তাই অভিষেক মুম্বই গিয়েছিলেন। সেই পর্যায়েই আমাদের প্রতিনিধি দল হরিয়ানায় গিয়ে কৃষক আন্দোলনকে সমর্থন জানাবে।

আরও পড়ুন: আগামী ৪৮ ঘণ্টা ৪ জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা…! দক্ষিণবঙ্গ জুড়ে বিরাট অশনি আবহাওয়ার! ৭ দিন কী হতে চলেছে? সতর্ক করল আলিপুর

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসলে নয়া কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতেই তৃণমূল কংগ্রেস আজকের দিনটিকে বেছে নিয়েছে। এদিন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েই কিষাণনিধি নিয়ে স্বাক্ষর করেছেন। আবার আন্দোলনরত কৃষকদের দাবি, তাঁরা নূন্যতম সহায়ক মূল্য পাচ্ছেন না। এছাড়া তাঁদের একাধিক দাবিও রয়েছে। এই অবস্থায় আজ হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা।