AC-Electric Bill: এসি বন্ধ করলেও চড়চড়িয়ে বাড়ছে বিল? ১ সেকেন্ডের ‘এই’ কাজ! বিদ্যুৎ খরচ হবে মাসে অর্ধেক

*প্রতিবছরই ধাপে ধাপে বেড়ে চলেছে গরম। এখন বাড়িতে এসি ব্যবহার আর বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড গরমে ঘর ঠান্ডা রাখতে এসির বিকল্প নেই। তবে এসি চালিয়ে হাওয়া খেতে যতটা আরাম লাগে, বিল কত আসবে তা নিয়ে চিন্তা কম থাকে না। এসি চালালে চড়চড় করে বাড়তে থাকে বিদ্যুতের বিল। তাতে পকেটে চাপ পড়েই। তাই টাকার সাশ্রয়ের জন্য কিছুক্ষণ এসি চালানোর পর অনেকেই এসি বন্ধ করে দেন, আবার পরে প্রয়োজন হলে চালাতে পারেন। সংগৃহীত ছবি।
*প্রতিবছরই ধাপে ধাপে বেড়ে চলেছে গরম। এখন বাড়িতে এসি ব্যবহার আর বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে। প্রচণ্ড গরমে ঘর ঠান্ডা রাখতে এসির বিকল্প নেই। তবে এসি চালিয়ে হাওয়া খেতে যতটা আরাম লাগে, বিল কত আসবে তা নিয়ে চিন্তা কম থাকে না। এসি চালালে চড়চড় করে বাড়তে থাকে বিদ্যুতের বিল। তাতে পকেটে চাপ পড়েই। তাই টাকার সাশ্রয়ের জন্য কিছুক্ষণ এসি চালানোর পর অনেকেই এসি বন্ধ করে দেন, আবার পরে প্রয়োজন হলে চালাতে পারেন। সংগৃহীত ছবি।
*এসি গরম থেকে মানুষকে আরাম দেয়। তীব্র গরম থেকে বাঁচার জন্য এসি চালালেও পকেটের কথা মাথায় রাখতেই হয় মধ্যবিত্তকে। তবে পকেট বাঁচিয়েও সবসময় এসি চালিয়ে রাখা সম্ভব। কীভাবে জানুন... সংগৃহীত ছবি।
*এসি গরম থেকে মানুষকে আরাম দেয়। তীব্র গরম থেকে বাঁচার জন্য এসি চালালেও পকেটের কথা মাথায় রাখতেই হয় মধ্যবিত্তকে। তবে পকেট বাঁচিয়েও সবসময় এসি চালিয়ে রাখা সম্ভব। কীভাবে জানুন… সংগৃহীত ছবি।
*রিমোট থেকে এসি বন্ধ করলেও নাকি বিদ্যুৎ খরচ হতেই থাকে। এতে অল্প সময়ের জন্য এসি চালানোর পরেও বিদ্যুতের বিল অনেক বেশি আসে। সংগৃহীত ছবি।
*রিমোট থেকে এসি বন্ধ করলেও নাকি বিদ্যুৎ খরচ হতেই থাকে। এতে অল্প সময়ের জন্য এসি চালানোর পরেও বিদ্যুতের বিল অনেক বেশি আসে। সংগৃহীত ছবি।
*বেশিরভাগ মানুষই নিজেদের বেডরুমে এসি লাগান। রাতে ঘুমানোর সময় বা প্রয়োজন মিটলেই রিমোট থেকে এসি বন্ধ করে দেন। সেই সময় প্রায় কেউই মেন সুইচ থেকে এসি বন্ধ করেন না। তাতে ইনডোর ইউনিট বন্ধ হয়ে গেলেও আউটডোর ইউনিট চলতে থাকে। সংগৃহীত ছবি।
*বেশিরভাগ মানুষই নিজেদের বেডরুমে এসি লাগান। রাতে ঘুমানোর সময় বা প্রয়োজন মিটলেই রিমোট থেকে এসি বন্ধ করে দেন। সেই সময় প্রায় কেউই মেন সুইচ থেকে এসি বন্ধ করেন না। তাতে ইনডোর ইউনিট বন্ধ হয়ে গেলেও আউটডোর ইউনিট চলতে থাকে। সংগৃহীত ছবি।
*রিমোটের অফ বোতাম টিপলে এসি বন্ধ হয়ে যায়। তাতে বেশিরভাগ মানুষই ভাবেন এসি বন্ধ হয়ে গেল। এক্ষেত্রে এসির ইনডোর ইউনিট বন্ধ হয়ে যায়। কিন্তু আউটডোর ইউনিট চলতে থাকে। সংগৃহীত ছবি।
*রিমোটের অফ বোতাম টিপলে এসি বন্ধ হয়ে যায়। তাতে বেশিরভাগ মানুষই ভাবেন এসি বন্ধ হয়ে গেল। এক্ষেত্রে এসির ইনডোর ইউনিট বন্ধ হয়ে যায়। কিন্তু আউটডোর ইউনিট চলতে থাকে। সংগৃহীত ছবি।
*আউটডোর ইউনিট বাইরে থাকে, তাই কেউ জানতে পারেন না এসি সঠিকভাবে বন্ধ হয়নি, তা চলতেই থাকে। তাতে ক্রমাগত বিদ্যুৎ অপচয় চলতেই থাকে। এমতাবস্থায় এসি কম ব্যবহার করলেও ২৪ ঘণ্টার বিদ্যুতের বিল আসতে পারে। সংগৃহীত ছবি।
*আউটডোর ইউনিট বাইরে থাকে, তাই কেউ জানতে পারেন না এসি সঠিকভাবে বন্ধ হয়নি, তা চলতেই থাকে। তাতে ক্রমাগত বিদ্যুৎ অপচয় চলতেই থাকে। এমতাবস্থায় এসি কম ব্যবহার করলেও ২৪ ঘণ্টার বিদ্যুতের বিল আসতে পারে। সংগৃহীত ছবি।
*রিমোট থেকে এসি বন্ধ করার পর সুইচ বোর্ডের মেন লাইন থেকে অবশ্যই এসি বন্ধ করা উচিৎ। কম্প্রেসার ক্রমাগত চালানোর ফলে এসির দ্রুত ক্ষতিও হয় এতে। এমন পরিস্থিতিতে বেশি বিদ্যুতের বিল দেওয়ার পাশাপাশি কম্প্রেসার নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি। সংগৃহীত ছবি।
*রিমোট থেকে এসি বন্ধ করার পর সুইচ বোর্ডের মেন লাইন থেকে অবশ্যই এসি বন্ধ করা উচিৎ। কম্প্রেসার ক্রমাগত চালানোর ফলে এসির দ্রুত ক্ষতিও হয় এতে। এমন পরিস্থিতিতে বেশি বিদ্যুতের বিল দেওয়ার পাশাপাশি কম্প্রেসার নষ্ট হয়ে যায় অনেক তাড়াতাড়ি। সংগৃহীত ছবি।