সকাল থেকেই কড়া নিরাপত্তায় ভোট হচ্ছে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে

Lok Sabha Elections 2024: কড়া নিরাপত্তায় ভোট ঝাড়খণ্ড সীমানা লাগোয়া একাধিক কেন্দ্রে, নজরদারি সীমানা এলাকাতেও

আবীর ঘোষাল, বীরভূম: সকাল থেকেই কড়া নিরাপত্তায় ভোট হচ্ছে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতে চলছে ভোট গ্রহণ। নজরদারি চলছে সীমানা এলাকাতেও।

পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০২৪ চতুর্থ দফা লাইভ

আরও পড়ুন– ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে, মঙ্গলবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে

একটা সময়ে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় মাওবাদীদের দাপটে এই এলাকায় ভোট করানো ছিল প্রশাসনের কাছে চ্যালেঞ্জ। তৃণমূল সরকার আসার পর মাওবাদী প্রভাব কমলেও প্রায়ই সীমানাজুড়ে দুষ্কৃতীদের দাপদাপি দেখা যায়। বিগত পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেও সীমানা ঘেঁষা মহম্মদবাজার ও নলহাটিতে অশান্তির জন্য শাসকদলের পাশাপাশি রাজ্য পুলিস আঙুল তুলেছিল ঝাড়খণ্ডের দুষ্কৃতীদের দিকে। গত নভেম্বরে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ঝাড়খণ্ড থেকে অস্ত্র-সহ দুষ্কৃতীরা ঢুকছে বলে অভিযোগ তোলেন। এসবের পরিপ্রেক্ষিতে সীমানায় ভোট যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই প্রথম থেকেই সজাগ নির্বাচন কমিশনের জেলা প্রতিনিধিরা।

আরও পড়ুন– রাশিফল ১৩ মে; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

দফতর সূত্রে জানা গিয়েছে, জেলার দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, রামপুরহাট ও মুরারই-সহ আটটি বিধানসভা কেন্দ্রের পশ্চিমপ্রান্ত বরাবর ঝাড়খণ্ড সীমানা। নির্বাচনের সময়ে যাতে ঝাড়খণ্ড থেকে ঢুকে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সীমানাগুলিতে নাকা চেকিং, সিসি ক্যামেরা বা সীমানা পারাপার করা যানবাহন সম্পর্কে রেজিস্টার বজায় রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা শুরু হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড সীমানার প্রতিটি পয়েন্টে সর্বক্ষণ পুলিশ থাকে। তাঁরা বাংলায় প্রবেশ করা যানবাহনের নথি খাতায় লিপিবদ্ধ করে। এবার ভোটের সময় সিসি ক্যামেরা বসিয়ে সেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হল।