কালনা: দীপাবলির রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চার জন ছাত্র, এক মহিলা গুরুতর জখম হয়েছেন। তাকে কালনা থেকে স্থানান্তর করা হয়েছে কৃষ্ণনগরে। শুক্রবার মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে কালনা হাসপাতালে হাজির এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
জানা গিয়েছে, মৃতরা হলেন সমুদ্রগড় ডাঙ্গাপাড়ার বাসিন্দা নাওয়াজ আলি মণ্ডল, আবু বাক্কার সিদ্দিকী ও আব্দুল সেলিম মোল্লা, অপরজন পারুলডাঙ্গার বাসিন্দা দশম শ্রেণীর ছাত্র আরিফ শেখ। নামাজ ও আবু বাক্কার পারুল ডাঙ্গা নফরতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল তারা।
আরও পড়ুন: বাসে ট্রেনে সবুজ মটর কিনে খান? মটরশুঁটি নয় কিন্তু, আসলে কী জানলে শিউরে উঠবেন
অন্যদিকে আব্দুল সেলিম মোল্লা কলেজ শেষ করে পুলিশের ট্রেনিংয়ের জন্য কোচিং নিচ্ছিলেন। জানা গিয়েছে, চারজন ছাত্রই একটি বাইকে করে নবদ্বীপ থেকে ফেরার সময় এক মহিলাকে বাঁচাতে গিয়ে তাকে ধাক্কা মারার পরই, বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কায় চারজন ছাত্রেরই মৃত্যু হয়। ঘটনায় শোকস্তব্ধ এলাকা। শুক্রবার কালনা হাসপাতালে হবে মৃতদেহের ময়নাতদন্ত।