এরোপ্লেন মাটি ছেড়ে উড়ে যায় আকাশে। কিন্তু মহাকাশে যেতে পারে না। তার জন্য দরকার হয় রকেটের। রকেট ছাড়া মহাকাশযানকে পাঠানো যায় না মহাশূন্যে।

General Knowledge on Science: আকাশে উড়লেও এরোপ্লেন কখনও মহাকাশে যেতে পারে না কেন? বলতে পারেননি তাবড় বুদ্ধিমানরাও! রহস্য জানলে থ’ হবেন আপনিও

এরোপ্লেন মাটি ছেড়ে উড়ে যায় আকাশে। কিন্তু মহাকাশে যেতে পারে না। তার জন্য দরকার হয় রকেটের। রকেট ছাড়া মহাকাশযানকে পাঠানো যায় না মহাশূন্যে।
এরোপ্লেন মাটি ছেড়ে উড়ে যায় আকাশে। কিন্তু মহাকাশে যেতে পারে না। তার জন্য দরকার হয় রকেটের। রকেট ছাড়া মহাকাশযানকে পাঠানো যায় না মহাশূন্যে।

 

মহাকাশের মহাশূন্যে বিমান উড়তে পারে না। তার একাধিক কারণ আছে। কারণ উড়ানের ওড়ার জন্য বাতাসের প্রয়োজন হয়। বিমানের ইঞ্জিনের প্রয়োজন হয় অক্সিজেনের।
মহাকাশের মহাশূন্যে বিমান উড়তে পারে না। তার একাধিক কারণ আছে। কারণ উড়ানের ওড়ার জন্য বাতাসের প্রয়োজন হয়। বিমানের ইঞ্জিনের প্রয়োজন হয় অক্সিজেনের।

 

রকেট মহাকাশে উড়তে পারে কারণ প্রত্যেক রকেটে নিজস্ব প্রপেল্যান্ট এবং অক্সিজেনের যোগান থাকে।
রকেট মহাকাশে উড়তে পারে কারণ প্রত্যেক রকেটে নিজস্ব প্রপেল্যান্ট এবং অক্সিজেনের যোগান থাকে।

 

মহাকাশের মহাশূন্য বাতাসহীন। ফলে রকেটের ক্ষেত্রে নির্গত গ্যাসের গতি প্রভাবিত হয় না। তার ফলে উ‍ৎক্ষেপণের প্রক্রিয়া বা thrust বেড়ে যায়৷
মহাকাশের মহাশূন্য বাতাসহীন। ফলে রকেটের ক্ষেত্রে নির্গত গ্যাসের গতি প্রভাবিত হয় না। তার ফলে উ‍ৎক্ষেপণের প্রক্রিয়া বা thrust বেড়ে যায়৷

 

এরোপ্লেনের নামের মধ্যেই আছে প্রশ্নের উত্তর৷ বাতাস বা এয়ার বা Air থেকেই Airplane বা Aeroplane৷ অর্থাৎ এই যানের উড়তে দরকার হয় বাতাস বা বায়ুমণ্ডলের৷ মহাশূন্যে বায়ুমণ্ডল নেই৷ তাই সেখানে বিমান ওড়ারও প্রশ্ন নেই৷
এরোপ্লেনের নামের মধ্যেই আছে প্রশ্নের উত্তর৷ বাতাস বা এয়ার বা Air থেকেই Airplane বা Aeroplane৷ অর্থাৎ এই যানের উড়তে দরকার হয় বাতাস বা বায়ুমণ্ডলের৷ মহাশূন্যে বায়ুমণ্ডল নেই৷ তাই সেখানে বিমান ওড়ারও প্রশ্ন নেই৷