সুতিতে ভাঙনের আতঙ্ক 

Padma Erosion: গঙ্গার পর এবার চোখ রাঙাচ্ছে পদ্মা! সুতিতে ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকা

মুর্শিদাবাদ: এবার সুতির পদ্মানদীতেও দেখা দিল ভাঙন। সুতির নূরপুর এলাকা নদী গর্ভে তলিয়ে যায়। আর কিছুটা দূরেই ঘনবসতিপূর্ণ একাধিক গ্রাম। ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। ইতিমধ্যেই অনেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরাতে শুরু করেছেন। প্রায় প্রতিদিনই নদীর পাড় ভাঙছে। এভাবে চলতে থাকলে বহু বাড়িঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা। অতি দ্রুত পদ্মার পাড় বাঁধানোর দাবি তাঁরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা জঙ্গিপুর মহকুমা সেচ দফতরে এ বিষয়ে লিখিত আবেদন জমা দেন। অন্যদিকে, গত ১০ দিনের জলস্তর বাড়তেই ভয়াবহ গঙ্গা ভাঙন দেখা দিয়েছে সামশেরগঞ্জেও। কখনও লোহরপুর, কখনও আবার উত্তর মহম্মদপুর। ইতিমধ্যেই ঘর ছাড়া হয়েছেন বেশ কিছু পরিবার। তলিয়ে গিয়েছে বেশ কিছু বাড়িও।

আরও পড়ুন:এক কামড়ে মুখ ভরে ইলিশ! মোমোর স্বাদে নতুন ট্যুইস্ট দাদা-বৌদির দোকানে, কোথায় জানেন?

সুতি-১ ব্লকের চক সৈয়দপুরে পদ্মানদীতে ভাঙন হয়েছে। পাড় বরাবর বিশাল এলাকা নদীতে তলিয়ে যায়। সবমিলিয়ে গঙ্গা আর পদ্মার জলস্তর বৃদ্ধি পাওয়ায় চরম আতঙ্কে এলাকার বাসিন্দারা। প্রশাসন ত্রাণের ব্যবস্থা করলেও তা পর্যাপ্ত নয় বলে অভি‌যোগ স্থানীয়দের।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী