কেন্দ্রীয় বিদ‍্যালয়

Alipurduar News: জাতীয় স্তরে খেলতে যাচ্ছে আলিপুরদুয়ার কেন্দ্রীয় বিদ‍্যালয়ের ৩ পড়ুয়

আলিপুরদুয়ার: একজন মহেন্দ্র সিং ধোনির ভক্ত। সেখান থেকে তার ক্রিকেটের প্রতি আগ্রহ জাগে। আরেকজন রোনাল্ডোর ভক্ত। গ্রামে ছোটবেলায় দাদা ভাইদের সঙ্গে ফুটবল খেলত। এরপর ধীরে ধীরে ওই খেলার প্রতি আকৃষ্ট হয়ে ফুটবল খেলতে শুরু করে। অপরজন ছোটবেলা থেকে টিভিতে অলিম্পিক কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস দেখে সব খেলার মধ্যে ব্যাডমিন্টন এর প্রতি আগ্রহ জাগে।

আলিপুরদুয়ার জংশন কেন্দ্রীয় বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র সৌরিক গঙ্গোপাধ্যায়, দশম শ্রেণীর ছাত্র করণ তামাং, এবং নবম শ্রেণীর ছাত্রী বর্ষা প্রসাদ খেলার সুযোগ পেয়েছে জাতীয় স্তরে, বিদ্যালয়ে খুশির হাওয়া বইছে। সৌরিক অনূর্ধ্ব -১৭ কলকাতা রিজিওন ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়েছে। আগামী অক্টোবর মাসে লখনউতে তার খেলা। তার আগে জোর কদমে অনুশীলন চালাচ্ছে সৌরিক।

সৌরিক জানায়,”সাত বছর ধরে ক্রিকেট খেলছি। তিন থেকে চার ঘন্টা প্রতিদিন অনুশীলন করি। আইপিএল ও বেঙ্গল টিমের হয়ে খেলার ইচ্ছে রয়েছে।” সৌরিক আলিপুরদুয়ার জংশন ইঞ্জিনিয়ারিং কলোনির বাসিন্দা। সৌরিক এর বাবা রেলওয়েতে চাকরি করেন।

অন্যদিকে রাজাভাতখাওয়ার পাম্পু বস্তির বাসিন্দা করণ তামাং জানায়,”ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহ ছিল। যত দিন গিয়েছে ফুটবলের প্রতি ভালবাসা আরও বেড়েছে। ২০১৭ সাল থেকে ফুটবল খেলছি। গ্রামে দাদা ভাইদের সঙ্গে প্র্যাকটিস করি।” ইস্টবেঙ্গল অথবা মোহনবাগানের মতো বড় টিমে খেলার ইচ্ছে তার।

অন্যদিকে আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চেচা খাতার বাসিন্দা বর্ষা প্রসাদ এবার প্রথম স্কুল ন্যাশনালে ব্যাডমিন্টনে রাজ্যের হয়ে খেলার সুযোগ পেয়েছে। খড়গপুর আইআইটিতে রিজিওনালের ফাইনালে জয়ী হয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পাকা করেছে। উত্তরাখণ্ডের দেরাদুনে ওই প্রতিযোগিতায় অংশ নিতে যাবে বর্ষা।

আরও পড়ুনঃ Jalpaiguri News: ছাদে শুকাতে দেওয়া মশারিতে আটকে গেল ছানা! গোটা বাড়ির দখল নিল বাঁদরের দল! তারপর…

প্রতিদিন সকাল বিকেল মিলিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা অনুশীলন করে বর্ষা। ২০১৮ সাল থেকে ব্যাডমিন্টন খেলে বর্ষা। তিনি জানিয়েছেন “পিভি সিন্ধু তার আইডল। তাকে দেখে খেলা শেখার চেষ্টা করি সব সময়। দেশের হয়ে খেলার ইচ্ছে রয়েছে।”

Annanya Dey