কলসি নিয়ে সুরজ

Alipurduar News: শীত গ্রীষ্ম বর্ষা, পথচলতি মানুষের জলপানের তিনিই ভরসা! চেনেন এই সুরজ বাবুকে?

আলিপুরদুয়ার: সকালে উঠেই তার কাজ মাটির কলসিতে জল ভরে রাখা। এই জলভরা কলসি তিনি বসিয়ে রাখেন তার দোকানের সামনে। উদ্দেশ্য তৃষ্ণার্তদের জল পান করানো। নিঃস্বার্থভাবে বছরের পর বছর ধরে তৃষ্ণার্তদের জল পান করিয়ে চলেছেন কালচিনির সুরজ কোনি। যেদিন থেকে তিনি দোকান খুলেছেন তখন থেকেই এই কাজ তিনি করে থাকেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত দোকান খোলা থাকে তার। এই সময়টুকু পর্যন্ত যারা এই রাস্তা দিয়ে চলাচল করেন তাঁদের জলপান করান তিনি। চলাচল কারি থেকে শুরু করে গাড়ির চালকরা জানেন সুরজ কোনির দোকানে মিলবে জল। বিশেষ করে গরমের দিনে মাটির কলসি জল তৃষ্ণার্তদের তৃষ্ণা মিটিয়ে দেয়। শীতের দিনে তিন কলসি জল রাখেন কিন্তু গরমের দিনে ৬ কলসি জল রেখে দেন।

আরও পড়ুন:হালকা তেল-মশলা দিয়ে কাঁচকলার টক-ঝাল তরকারি! বোরোদের এই খাবার মুখে লেগে থাকবে, জানুন সহজ রেসিপি

মাটির কলসির জল ঠান্ডা হয়। যা গরমের দিনে প্রাণ জুড়িয়ে দেয় সকলের।এই বিষয়ে সুরজ কোনি জানান,”জল না পেয়ে অনেকের শরীর অসুস্থ হয়ে যায়। কাজের তাড়নায় গরম উপেক্ষা করে বাড়ির বাইরে বের হতেই হয়। জল সঙ্গে রাখতে ভুলে যান অনেকেই। আমি সকলের জন্য মাটির কলসিতে জল ভরে রাখি।” বছরের পর বছর ধরে বিনামূল্যে পথচলতি মানুষদের জল খাওয়াতে পেরে মন থেকে আনন্দ পান সুরজ কোনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

Annanya Dey