একই দিনে মা হাতি ও শিশু হাতির মৃতদেহ উদ্ধার - Photo- Representative

Elephant Death News:  মা হাতির মৃত্যুর দিনেই আরও একবার এল দুঃসংবাদ, শিশুর হাতির মৃতদেহও পাওয়া গেল সেইদিনেই

আলিপুরদুয়ার: স্ত্রী হাতির পর হস্তিশাবকের রহস্যময় মৃত্যু কালচিনিতে। কি কারণে হচ্ছে হাতি মৃত্যু? চিন্তিত বক্সা ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক থেকে শুরু করে বনকর্মীরা।

এবারেও চা বাগানের ভেতর থেকে হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। যারফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।শুক্রবার বিকেলে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের আউট ডিভিশন বুকিনবাড়িতে এই দৃশ্য দেখা যায় একটি হস্তিশাবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বন দফতরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জে খবর দেয়।

আরও পড়ুন – Paralympic Games Paris 2024: একের পর এক পদক ভারতের ঝোলায়, রুপো মণীষের, ব্রোঞ্জ জিতে ইতিহাস প্রীতি পালের, রইল ভিডিও

ঘটনাস্থলে বনকর্মীরা পৌছে হস্তি শাবক উদ্ধারের কাজ শুরু করে।বন দফতরের অনুমান হস্তিশাবকের বয়স চার বছর। সম্ভবত দু’দিন পূর্বে মৃত্যু হয়েছে হাতিটির। তবে হস্তিশাবকের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে রেঞ্জ অফিসার অঙ্কন নন্দী জানিয়েছেন। তবে হাতিটির শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
Annanya Dey