তিন প্রার্থী

Alipurduar News: গণনার দিন বিরল দৃশ্য! আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তিন প্রার্থীর কাণ্ড চমকে দেবে

আলিপুরদুয়ার: ভোট গণনার কাজ চলছে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। ভোটের ফলাফল নিয়ে চাপা উত্তেজনা রয়েছে দলের কর্মী সমর্থকদের মধ্যে।এদিকে মন খুলে আড্ডা জমিয়েছেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তিন প্রার্থী। কোন রাউন্ডে কে এগিয়ে কোন রাউন্ড কে পিছিয়ে এই নিয়ে চলছে খবরা খবর নেওয়ার কাজ। এদিক ওদিক ছোটাছুটি করছেন কাউন্টিং এজেন্টরা। এরই মাঝে দেখা গেল এক ভিন্ন চিত্র। মিলি,মনোজ ও প্রকাশ খোশ মেজাজে আড্ডা জমিয়েছেন গণনা কেন্দ্রের ভেতর।

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের এই তিন মুখকে চেনেন সকলেই। বাম প্রার্থী মিলি ওরাও, বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ও তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইক। রাজনৈতিক মতভেদ থাকলেও তারা একে ওপরের বন্ধু তা আবারও প্রমান হল আজ।তৃণমূল প্রার্থী প্রকাশ বাবু জানালেন, ” রাজনৈতিক মতভেদ থাকলেও আলিপুরদুয়ারে সন্ত্রাসের রাজনীতি কখনোই হয়নি। আমরা একে অপরের সুখ দুঃখে সব সময় পাশে ছিলাম আছি এবং থাকব। “

ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও ডুয়ার্স কন্যায় একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল মনোজ ও প্রকাশ বাবুকে। এমনকি ভোট শান্তিপূর্ণ হয়েছে। ফলাফল প্রকাশের দিনও দেখা গেল বন্ধুত্বের ছবি।এই ছবি শুধুই ইতিবাচক মহলের ইঙ্গিত দেয়। এই বিষয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জানান, ” এটি আলিপুরদুয়ার জেলার সংস্কৃতি। আমরা সবার উপর মানুষ। মানবিক সম্পর্ককে অবহেলা করা যায় না। ”  একই কথা বামপ্রার্থী মিলি ওরাও এর মুখে। গণনার দিন এই বিরল দৃশ্য দেখে খুশি সকলে।

Annanya Dey