উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, লাইফস্টাইল Skin Care in Winter: চকচকে-ঝকঝকে মুখ…! শীতে ‘চেনা’ ১ জিনিস করবে কামাল! রাতারাতি গায়েব ড্রাইনেস Gallery October 17, 2024 Bangla Digital Desk মাথা থেকে পা অবধি সবেতেই কার্যকরী অ্যালো ভেরা। ঔষধি গুণসম্পন্ন অ্যালোভেরা বা ঘৃতকুমারীর জয়জয়কার সর্বত্র। আ্যলো ভেরায় রয়েছে ভিটামিন এ, সি এবং ই সহ ২০ ধরনের খনিজ। যা মাথার ত্বক থেকে শুরু করে সারা শরীর সুস্থ রাখতে কার্যকরী। অ্যালোভেরাতে থাকা ল্যাকটেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে। হজমশক্তি বাড়ায়। অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে। এটির ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে। দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা। বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায়। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে জল থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে। মাথার ত্বক অত্যন্ত শুষ্ক হলে অ্যালো ভেরার শাঁসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। অনেকে আবার অ্যালো ভেরার শাঁসের সঙ্গে এসেনশিয়াল অয়েলও মিশিয়ে নেন। সেই প্রক্রিয়াও চুলের জন্য ভাল। অ্যালোভেরা জুসের অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে। অ্যালোভেরার উপাদানগুলো হাড় ও মাংসপেশীকে শক্তিশালীকে করে। হৃদযন্ত্রের সমস্যা প্রতিরোধ করে।