সীজা ইনায়া

Murshidabad News: আশ্চর্য ক্ষমতা! বয়স মাত্র চার…চেনে কয়েকশো দেশের পতাকা, গড়গড়িয়ে বলে দেয় রাজ্য-রাজধানীর নাম

মুর্শিদাবাদ: বয়স মাত্র ৪ বছর ১১ মাস। বলে ফেলছে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের রাজধানীর নাম। শুধু তাই নয়, দেশের পতাকা দেখেই বলে ফেলছে দেশের নামও। যা দেখে চক্ষুচড়ক গাছ সক্কলের। এইটুকু খুদের প্রতিভা দেখে বাহবা দিচ্ছেন প্রত্যেকেই।

বিভিন্ন রাজ্যের নাম সঙ্গে রাজধানী ও বিভিন্ন দেশের জাতীয় পতাকা চিনে নেওয়া মোটেই সহজ কাজ নয়। ঠোঁটস্থ থাকলেই শতাধিক রাজ্য ও তার রাজধানীর নাম কয়েক মিনিটের মধ্যে বলে ফেলা যায় না। সঙ্গে চিনিয়ে দেওয়া যায় না বিভিন্ন দেশের পতাকাও। কিন্তু, তাই করে দেখাচ্ছে এই খুদে শিশু।

আরও পড়ুন:‘শুধু মমতাকে একবার দেখতে চাই…,’এই একটা ইচ্ছে নিয়েই ভোট দেবেন ১০১-এর এই প্রবীণ

ইতিমধ্যেই মুর্শিদাবাদের ভগবানগোলার তালতলার ছোট্ট এই সীজা ইনায়া এখন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ স্থান পেয়েছে। আর এর ফলেই খুশির বন্যায় ভাসছে সীজা ইনায়ার পরিবার সহ প্রতিবেশীরা। সীজা ইনায়ার পরিবার জানিয়েছে, যে কোনও বিষয় সে খুব সহজেই মনে রাখতে পারে। বয়স পাঁচ পেরোয়নি, এখনই বিভিন্ন দেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম ঠোঁটস্থ তার।

আরও পড়ুন:‘মুখ্যসচিব নিজের দায়িত্ব পালনে ব্যর্থ,’ এসএসসি মামলায় কড়া মন্তব্য বিচারপতির! এই নিয়ে তৃতীয়বার দিলেন সময়

ইংরেজিতে হাতের প্রতিটি আঙুলের নাম-সহ শরীরের প্রতিটি অঙ্গের নামও ঝরঝরে মুখস্থ করে ফেলেছে সে। সেই সঙ্গে একাধিক ইংরেজি, বাংলা ছড়াসহ ১২টি মাসের নাম, ৭ দিনের ইংরেজি নামসহ সাধারণজ্ঞানেও পারদর্শী। মাত্র চার-বছর বয়সে যা করা কার্যত অসম্ভব।

কৌশিক অধিকারী