তিলোত্তমার স্মৃতিতে গন্ধরাজ গাছে পরানো হয়েছে মালা।

RG Kar Protest: গন্ধরাজের সুগন্ধে বেঁচে থাকবেন তিলোত্তমা! বৃক্ষপ্রেমীদের অভিনব প্রতিবাদ, দেখুন

পশ্চিম বর্ধমান : আরজি কর কাণ্ডের প্রতিবাদ চলছে রাজ্য তথা দেশজুড়ে। এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও দেখা যাচ্ছে প্রতিবাদ। সকলেই সঠিক বিচারের অপেক্ষায় রয়েছেন। এমন অবস্থায় অভিনব প্রতিবাদের ছবি দেখা গেল দুর্গাপুরে। যেখানে একটি গাছের মাধ্যমে অভয়ার স্মৃতি বাঁচিয়ে রাখার প্রয়াস বৃক্ষপ্রেমী সংগঠনের। যে প্রতিবাদ সকলের নজর কেড়েছে।

দুর্গাপুরের একটি বৃক্ষ প্রেমী সংগঠন গ্রীন ভলান্টিয়ার্স। শহরের সবুজ রক্ষা করতে এই সংগঠনটি নানা রকম পদক্ষেপ করে। আর এই সংগঠনের সদস্যরা সবুজায়নের মাধ্যমে আরজি কর কাণ্ডে প্রতিবাদের ভাষা খুঁজে নিয়েছেন বৃক্ষরোপনের মাধ্যমে জানিয়েছেন প্রতিবাদ। গন্ধরাজ ফুলের সুগন্ধে তিলোত্তমার স্মৃতি বাঁচিয়ে রাখার প্রয়াস করছেন তারা। গন্ধরাজ গাছে মালা পড়িয়ে তিলোত্তমার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুন: বাঁকুড়ার কিংবদন্তি ক্রীড়াবিদকে সন্মান রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের

এই সংগঠনের সম্পাদক কাজী নিজামউদ্দিন বলছেন, তরুণী চিকিৎসকের ওপর নির্মম অত্যাচার এবং হত্যার ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়েছে। সকলে প্রতিবাদ করছেন। কেউ মোমবাতি মিছিল করছেন, কেউ রাত দখলে রাস্তায় নামছেন। তারাও প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু তাদের প্রতিবাদের ভাষা অন্য। তারা প্রতিবাদের পাশাপাশি তিলোত্তমার স্মৃতি বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছেন।

প্রসঙ্গত, দুর্গাপুর ইস্পাতনগরীর একটি ব্যক্তিগত মালিকানার জায়গায় গ্রিন ভলান্টিয়ার্স এর তরফ থেকে ৫০ টি গাছ লাগানো হয়েছে। সেখানেই একটি গাছ লাগানো হয়েছে অভয়ার স্মৃতিতে। এখানে গন্ধরাজ গাছের ফুলে সুগন্ধে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। মালা পরিয়ে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। নামকরণ করা হয়েছে তিলোত্তমা স্মৃতি উদ্যান।

নয়ন ঘোষ