হাইকোর্টের নির্দেশে চাকরি গেল অনামিকারও 

SSC Verdict: অঙ্কিতা-ববিতাকে পেরিয়ে চাকরি পাওয়া অনামিকার কী হল? চমকে যাবেন শুনলে

শিলিগুড়ি: দুর্নীতির দায়ে মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। অঙ্কিতা অধিকারীর জায়গায় তাঁর সেই চাকরি পেয়েছিলেন ববিতা রায়। কয়েক মাস চাকরির পর আদালতের নির্দেশে ববিতাকেও চাকরি হারাতে হয়।

ববিতার নিয়োগে পদ্ধতিগত ত্রুটি রয়েছে দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়ে যোগ্য হিসেবে চাকরি পেয়েছিলেন অনামিকা রায়। একজন থেকে ঘুরে চাকরি গিয়েছিল তিনজনের কাছে। কিন্তু শেষ অবধি সেই চাকরিও বহাল থাকল না । সোমবার হাইকোর্টের রায়ের পর সেই চাকরিও বাতিল হল অনামিকার।

আরও পড়ুন – সব রেকর্ড ভেঙে দেবে তাপমাত্রা? রাজ্যে তাপপ্রবাহে কী হবে এই সপ্তাহে? ভাবতেও পারছেন না

আরও পড়ুন –৫ হাজার চাকরি বাতিল! ফেরত দিতে হবে বেতনও, হাইকোর্টের এসএসসি রায় নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন

কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের সমস্ত নিয়োগ বাতিল করায় চাকরি হারালেন অনামিকা রায়। এই রায় শোনার পর যথেষ্টই হতাশ হয়ে তিনি জানান, ‘অনেক আইনি লড়াই লড়ে, অনেক যুদ্ধের পর এই চাকরিটা পেয়েছিলাম।’’ তিনি আরও বলেন, ‘‘এই রায় সত্যিই মেনে নিতে পারছি না। যাঁরা অযোগ্য, তাঁদের বার করে দিতে পারত। গোটা প্যানেল বাতিল করে দেওয়ার কোনও মানেই হয় না।’’ অযোগ্যদের জন্য যেভাবে যোগ্যরাও ভুক্তভোগী হলেন সেটা মেনে নিতে পারছেন না তিনিও। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণেই গোটা বিষয়টা এই জায়গায় গিয়েছে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। যাঁদের চাকরি বাতিল হয়েছে সেই তালিকায় রয়েছে অনামিকা রায়। তবে তাঁদের বেতন ফেরত দিতে হবে না। হাইকোর্টের রায়ে ২০১৬ সালের গোটা প্যানেলটাই পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ।

অনির্বাণ রায়