রোহিনি

Darjeeling: দার্জিলিংয়ের এই মন্দিরেই হরিদ্বার থেকে বৈষ্ণোদেবীর আমেজ! এবারের ছুটিতে পুজো দিয়ে আসুন

দার্জিলিং: দার্জিলিং যাওয়ার পথে রোহিনির বুকে প্রাচীন এই মন্দিরে গেলেই চোখের সামনে ভেসে উঠবে হরিদ্বারথেকে শুরু করে বৈষ্ণোদেবী।সামনেই দুর্গাপুজো সেই অর্থে প্রত্যেক বছরই এই সময়ে উত্তরবঙ্গের পাহাড়ে ভিড় জমায় প্রচুর পর্যটক। দুর্গাপুজোর ছুটি হোক বা গরমের ছুটি, পর্যটকদের পছন্দের শীর্ষ তালিকায় বরাবরই জায়গা করে নেয় দার্জিলিং। বর্তমানে পর্যটকদের চমক দিতে ঢেলে সাজানো হচ্ছে উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্রগুলোকে।

রোহিনির বুকে প্রাচীন এই ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী মায়ের মন্দিরে পুজো দিতে ভিড় জমায় প্রচুর ভক্তরা। এছাড়াও চারিদিকে পাহাড়ের মাঝে এই মন্দিরে পর্যটকদের জন্য তৈরি হয়েছে পার্ক। পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে এই জায়গা মন ভাল করবে আপনার। মন্দিরের রাস্তায় ঢোকার মুখেই রয়েছে একটি বিশাল গেট তারপর এই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতেই দেখতে পাবেন একটি লেক যদিও বর্তমানে সে লেকটি পরিচর্যার অভাবে ভুগছে।

আরও পড়ুনঃ শুঁটকির লোভনীয় সেরা পদ নিয়ে হাজির এই রেস্তোরাঁ, আপনি ভালবাসলে আর দেরী নয়, রইল ঠিকানা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে. আগে এই লেকের জলেই স্নান করে পাহাড়ি রাস্তা দিয়ে মন্দিরে পুজো দিতে যেত ভক্তরা। এই প্রসঙ্গে মন্দিরের পুরোহিত কেশব ব্রাহ্মণ বলেন বহু পুরনো এই ঐতিহ্যবাহী মন্দির পর্যটকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। প্রচুর মানুষ এখানে পুজো দেওয়ার পাশাপাশি এখানে দাঁড়িয়েই দার্জিলিংয়ের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। এই মন্দিরে এলে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়।

আরও পড়ুনঃ পুজোয় ঠাকুর দেখায় ‘নো টেনশন’, রাতভর এবার প্রচুর লোকাল ট্রেন চালাবে রেল, কখন-কোন রুটে জানুন বিস্তারিত

পর্যটক লিপিকা ঘোষ বলেন, “বহু বাংলা সিনেমার শুটিং হয়েছে এই জায়গায় বহুদিন থেকে আসার ইচ্ছে ছিল আজ এসেছি, জায়গাটা সত্যিই অসাধারণ এখানে এসে খুব ভাল লাগছে।” এবার দুর্গাপুজোয় আপনিও যদি দার্জিলিং যাবার প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই ঘুরে যান দার্জিলিং যাওয়ার পথে রোহিনের বুকে বহু প্রাচীন ঐতিহ্যবাহী এই জগদ্ধাত্রী মন্দির থেকে।

সুজয় ঘোষ