ম্যানগ্রোভ উদ্ভিদে সাজানো হচ্ছে

North 24 Parganas News: প্রকৃতিকে ভালবেসে একা মাছচাষি ম্যানগ্রোভে সাজিয়ে তুলছেন আন্দুলপোতা

উত্তর ২৪ পরগণা: মৎস্যজীবীর উদ্যোগে ম্যানগ্রোভ উদ্ভিদে সেজে উঠছে বসিরহাটের আন্দুলপোতা। দু’দিকে জল বেষ্টিত জলাশয়ে মাছ চাষ আর মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা রাস্তা। মাথার উপরে ভাঙাচোরা মেঘ নিচে জলরাশির মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা আর নিরিবিলি মনোরম পরিবেশে যা অপরূপ সৌন্দর্য্য। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আন্দুলপোতায় নিরিবিলি সময় কাটাতে আসেন জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। বসিরহাটের শহরের খুব কাছেই সেই আন্দুলপোতায় ম্যানগ্রোভ উদ্ভিদে সাজিয়ে তুলছে এক মৎস্যজীবী।

আরও পড়ুন:  পুজোর ব্যবহৃত ফুল-বেলপাতা থেকে তৈরি হবে ধূপ-আবির! বেনারসের আদলেই কাজ শুরু বসিরহাটে

গত কয়েক বছর গ্রীষ্মের দহন জ্বালায় নাভিশ্বাস উঠেছিল রাজ্যবাসীর। এবারে চৈত্রের পর বৈশাখ ও জৈষ্ঠের শেষেত ছবিটাও ঠিক একপ্রকার। সুন্দরবন লাগোয়া সীমান্ত শহর বসিরহাটে এবছর বৈশাখ মাসে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রিকে ছুঁয়েছিল। যা বিগত ৫০ বছরের ইতিহাসে নজিরবিহীন। তবে এরই মধ্যে একদিকে বসিরহাটের আন্দুলপোতাতে ম্যানগ্রোভ উদ্ভিদে সাজিয়ে তুলছে এলাকার মাছ চাষি সাহেব আলি।

আরও পড়ুন: চারপাশে ঘুরে বেড়াচ্ছে রঙিন মাছ, মাঝে বসে জমিয়ে পেটপুজো! বিনোদনের নয়া ঠিকানা কোথায়? জানুন

আন্দুলপোতাতে গড়ে উঠেছে একাধিক ম্যানগ্রোভ উদ্ভিদের সমাহার। আন্দুলপোতার জলাশায়ের মাঝে ও ভেড়িতেই গরান, কেওড়া, গোলপাতা, বাইন, কাঁকাড়া ইত্যাদি গাছ লাগানো হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় অল্প অল্প করেই ছোট ছোট বাদাবন তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এভাবে সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদ বিস্তার লাভ করলে আন্দুলপোতা আরও সেজে উঠবে বলে মনে করছেন এই মৎস্যচাষি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জুলফিকার মোল্যা