আবারো গণপিটুনি ভাঙ্গরে

South 24 Parganas News: আবার গণপিটুনির ঘটনা ভাঙড়ে, বাইক চুরি করতে এসে জনতার রোষের শিকার

দক্ষিণ ২৪ পরগনা : কোনভাবেই যেন এই গণপিটুনি বন্ধ করা যাচ্ছে না। আবারও ভাঙড়ে গণপিটুনির ঘটনা ঘটল। আর এবার বাইক চোর সন্দেহে এমনই ঘটনা ঘটল। এদিন বাইক চুরি করতে এসে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক বাইক চোর। এরপরই শুরু হয় গণপিটুনি। পরে পুলিশ এসে ওই অভিযুক্তকে উন্মত্ত জনতার হাত থেকে উদ্ধার করে ও আটক করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তরকাশিপুর থানার শানপুকুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয় এক বাসিন্দা রাস্তার পাশে বাইক রেখে বাজার করছিল। সেই সময়ই সালাউদ্দিন মোল্লা নামে এক যুবক এবং তার সঙ্গী দুজনে মিলে বাইক নিয়ে চম্পট দিচ্ছিল। একজন বাইক নিয়ে চম্পট দিলেও সালাউদ্দিন পালাতে পারেনি। তাকে ধরে ফেলে স্থানীয় মানুষজন।

আরও পড়ুনঃ Union Budget 2024: বাজেটের পর মদের দাম কি বাড়ল? সুরাপ্রেমিদের মুখে ফুটল হাসি! না বাড়ল চিন্তা, রইল আপডেট

স্থানীয়রা চিৎকার করতেই বাইকটি সহ একজন চোরকে পাকড়াও করা হয়। এরপরই শুরু হয় গণপিটুনি। মারমুখি জনতার কাছে সালাউদ্দিন শিকার করে বাইক চুরির কথা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাঙ্গড়ের উত্তর কাশিপুর থানা পুলিশ। উন্মত্ত জনতার হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

সুমন সাহা