পট মিউজিয়াম 

West Medinipur News: পটগ্রামে মিউজিয়াম, পটের পাশাপাশি বাড়তি আকর্ষণ এখানে

পশ্চিম মেদিনীপুর : প্রাচীন পট থেকে নানান ধরনের পুরানো দিনের ব্যবহৃত জিনিসপত্র। হাতের কাছে দেশ-বিদেশের নানান মুদ্রা, থেকে পুরানো দিনে ব্যবহৃত নানা সামগ্রী সব দেখতে পাবেন এখানে। পট গ্রামে এক এখন বাড়তি পাওনা সেকালে ব্যবহৃত জিনিসপত্রের মিউজিয়াম। পট চিত্রের জন্য বিখ্যাত পিংলার নয়া গ্রাম। এই গ্রামে এলে মন ভালো হয়ে যাবে সকলের। প্রাচীন পটকে এখনও বাঁচিয়ে রেখেছেন পটুয়ারা। দূর দূরান্ত, দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন পিংলার পট শিল্প দেখতে।যেখানে বাড়তি আকর্ষণ পট মিউজিয়াম।

তবে পিংলা এলে এবার বাড়তি আকর্ষণ পটশিল্পী বাহাদুর চিত্রকরের নিজের হাতে তৈরি মিউজিয়াম। যেখানে রয়েছে দেশ-বিদেশের নানা হারিয়ে যাওয়া ইতিহাস। বেশকিছু পুরানো মুদ্রা, হারিয়ে যাওয়া নানান পট চিত্র, যেমন কালীঘাটের পট, মুর্শিদাবাদ সহ বিভিন্ন প্রান্তিক এলাকার পটচিত্র। সমস্ত কিছু রয়েছে বাহাদুরের এই সংগ্রহশালায়।বাহাদুর চিত্রকর, পিংলার নয়া গ্রাম এর এক প্রখ্যাত পট শিল্পী। পটের পাশাপাশি তার নেশা বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়াই ইতিহাসের সংরক্ষণ করা। কাঠের মুখোশ, সিন্দুক, গরু গাড়ি, ঢেঁকি সহ নানান প্রাচীন গ্রাম্য ইতিহাসকে সংরক্ষিত করে রেখেছেন তারই সংগ্রহশালায়।

আরও পড়ুন : মাদুর নয়, মাদুর কাঠির মূল‌’ই এখন ভরসা চাষিদের

শুধু তাই নয়, বৈদেশিক নানা মুদ্রা, পোস্টাল, হারিয়ে যাওয়া নানা পুঁথি, বইও সংগ্রহে রয়েছে তার। ব্রিটিশ সময়কালে কালীঘাট মন্দিরের কাছে আঁকা কালীঘাটের পট রয়েছে বাহাদুরের সংগ্রহশালায়। বাঁকুড়ার ডোকরা শিল্প, টেরাকোটা শিল্প, নানান ধরনের পুরানো বাঁশি, একতারা, দোতারা নানান গ্রামীণ ইতিহাসকে সংরক্ষিত করে রেখেছে তার এই সংগ্রহশালায়। নয়া গ্রামে ঘুরতে এলে বাড়তি পাওনা বাহাদুরের সংগ্রহশালা।

আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুর জেলার নতুন এসপি, জরুরি ভিত্তিতে দায়িত্বে আইপিএস কুলদীপ

প্রসঙ্গত, অগোচরে, অসচেতনতায় আমাদের থেকে হারিয়ে যাচ্ছে পুরানো দিনের নানা ইতিহাসের সামগ্রী। আর সেই ইতিহাস সংরক্ষণের নেশা বাহাদুরের। সরকারের কাছে শিল্পীর আবেদন, তার এই ইতিহাস সংরক্ষিত সংগ্রহশালার উন্নতি সাধন করুক সরকার, কর্তৃপক্ষ।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

তবে পটের গ্রাম পরিদর্শনের পাশাপাশি পুরনো দিনের বিভিন্ন জিনিস সমৃদ্ধ এই মিউজিয়াম বেশ আনন্দ দেবে আপনাকে।

রঞ্জন চন্দ