Anubrata Mondal Astrology: অনুব্রতর রাজনৈতিক কেরিয়ার কি শেষ নাকি এবার নতুন উত্থান? জ্যোতিষীর কথায় তুমুল চাঞ্চল্য

বীরভূম: বীরভূম জেলার হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। দীর্ঘ প্রায় ২৫ মাস পর ফিরেছেন বীরভূম। মঙ্গলবার বেলা ন’টা নাগাদ তিনি বীরভূমের মাটিতে পা দিয়েছেন। আর তারপরেই বুধবার বিকেল পাঁচটা নাগাদ পৌঁছে যান দলীয় কার্যালয়ে। সেখানেই বেশ কয়েকঘণ্টা দলের নেতৃত্বদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করেন।

সূত্রের খবর, কালীপুজোর পরেই বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে সভা করবেন অনুব্রত মণ্ডল এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই অনুব্রত মণ্ডল একদিকে যখন হেভি ওয়েট নেতা, ঠিক অন্যদিকে তিনি বেশ ধার্মিক। কালী পুজো থেকে শুরু করে দুর্গাপুজো সবকিছুই নিজেই তদারকি করেন।

আরও পড়ুনঃ জেল থেকে ফিরেই গুরুতর অসুস্থ অনুব্রত! ঘরবন্দি কেষ্টকে কলকাতায় ‘রেফার’! বড় খবর

এবার সেই কেষ্টর জীবনে কষ্টের দিন শেষ। থাকবে না রাহু কেতুর প্রকোপ।আগামী দিনে কী অনুব্রতর ভাল দিন আসছে? শ্রীঘর মুক্ত কেষ্টর সময় ভাল যাবে জানিয়ে দিল জ্যোতিষী। তিহার মুক্ত অনুব্রতর মণ্ডলের সাত সকালে হাত দেখলেন তাঁর জ্যোতিষী। দাদার সময় খুব ভাল”। তবে এ জ্যোতিষী নিজের নাম ও পরিচয় সমস্ত কিছু প্রকাশ্যে আনতে নারাজ। তার কারণ একটাই, অনুব্রতর মণ্ডলে কথা মাথায় রেখে এ কাজ।

আরও পড়ুনঃ রাজা-রানির মতো পুজো কাটাতে চান? ঘুরে আসুন ‘লুটেরা’র সেই রাজবাড়িতে, খরচও মধ্যবিত্তের নাগালে

ব্রাউন কালারের একটি গাড়ি থেকে নেমে বৃষ্টি মাথায় সোজা জ্যোতিষী চলে যান বোলপুর নিচুপট্টির নীল রঙের অনুব্রতর বাড়ির ভিতর। তারপর কেষ্টর অন্দরমহলে প্রবেশ করতেন। বেশ কিছু সময় পর বেরিয়ে আসেন। তবে ওনাকে অনুব্রতর বাড়ির বাইরে বের হাওয়ার সময় একাধিক প্রশ্ন করা হলেও সমস্ত প্রশ্ন এড়িয়ে যান। তবে জ্যোতিষী সাফ জানিয়েছেন, দাদাকে দেখে এলাম। সব ভাল আছে। দাদার সময় খুব ভাল।” রবে এর বাইরে আর একটিও কথা বলতে নারাজ ওই জ্যোতিষী।

সৌভিক রায়