অনুব্রত ও সুকন্যা

Anubrata Mondal daughter Sukanya Mondal: বাবা-কে ছাড়াই ফিরছে সুকন্যা, ঘরের মেয়ের জন্য আনন্দে আত্মহারা পরিবার! অনুব্রত কবে ফিরবেন?

বীরভূম: বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এক সময় অনুব্রত মণ্ডলের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত এমনই মনে করতেন তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে গরু পাচার মামলায় ২০২৩ সালের এপ্রিল মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল।

মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। প্রায় ১৫ মাস পরে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল।মঙ্গলবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনশল কৃষ্ণা তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন। যে শর্তগুলি আরোপ করা হয়েছে সেগুলি হল এই মামলার শুনানির সময় সুকন্যাকে নিম্ন আদালতে হাজির থাকতে হবে।

আরও পড়ুন: ভয়ানক দুর্ঘটনার পর ২৯ দিন কোমায়, স্মৃতিশক্তি একেবারে শেষ! ‘আশিকি’ ছবির অনু এখন কোথায়?

তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে। ওই নম্বর কোনও ভাবেই পরিবর্তন করা যাবে না। যে কোনও সময় ফোনে পাওয়া যাবে এটা নিশ্চিত করতে হবে। দিল্লিতে তাঁকে কোথায় সব সময় পাওয়া যাবে তা তদন্তকারী অফিসারকে জানাতে হবে। নিম্ন আদালতের অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না। ২০২৩ সালে এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত-কন্যা সুকন্যা।

দিল্লিতে তাঁকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ওই একই মামলায় তাঁর প্রায় সাড়ে আট মাস আগে গ্রেফতার হয়েছিলেন সুকন্যার পিতা অনুব্রত মণ্ডলকে। তার পর থেকেই তদন্তকারীদের নজরে ছিলেন সুকন্যা। ইডি দাবি করেছিল, তিনি জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেছেন। ২০২২ সালের অগাস্টে অনুব্রত গ্রেফতার হওয়ার পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

আরও পড়ুন: হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনার পরও ভয়ঙ্কর কাজে মেতেছিলেন সন্দীপ! CBI-এর হাতে শিউরে ওঠা তথ্য

তাঁরা দাবি করে, বিপুল সম্পত্তি সম্পর্কে কেষ্ট-কন্যার কাছে তথ্য রয়েছে।কিন্তু তিনি প্রশ্নের সদুত্তর দিচ্ছেন না। সুকন্যা নাকি জানান, সম্পত্তি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং হিসাবরক্ষক মণীশ কোঠারিই (যিনি বর্তমানে ইডি হেফাজতে) দিতে পারবেন। তবে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের বাড়ি ফেরার খবর জানতে পেরেই আনন্দে যেন আত্মহারা হয়ে পড়েছেন তাঁর বড় ও ছোট মামা। প্রত্যেক বছর অনুব্রত মণ্ডল নানুর থানার হাটসেরেন্দি গ্রামে পৈত্রিক বাড়ির পুজোয় আসতেন তবে তিনি বর্তমানে তিহারে জেলবন্দী আর সেই কারণেই তিনি আসতে পারেন না আর সুকন্যা মণ্ডল ও জেলবন্দী ছিলেন বলে আসতে পারেননি। তবে এই বছর পুজোর আগেই জামিন পেয়েছেন সুকন্যা মণ্ডল আর তাতেই খুশির হাওয়া পরিবারে। তাঁর মামা জানান, সুকন্যা বাড়ি ফিরেই মা দুর্গার চোখে মাটি দেবেন।

প্রসঙ্গত, প্রতি বছর আর কোথাও যাক বা না যাক, হাট সেরেন্দির বাড়িতে ঠিক যেতেন অনুব্রত। পরিবারের সদস্যদের সঙ্গে পুজোয় সময় কাটাতেন।অনুব্রত আসবেন জেনে পরিবারের মধ্যে যেন খুশির হাওয়া বইত, একইভাবে গ্রামের লোকজনেরও দারুণ উচ্ছ্বাস হতো। তাঁকে দেখতে রীতিমতো ভিড় জমে যেত বাড়ির সামনে।

শুধু গ্রামের লোকেরাই নন, আশেপাশের গ্রাম থেকেই ছেলে বুড়োরা ছুটে আসতেন অনুব্রতকে সামনে থেকে দেখবেন বলে। একেবারে যেন তারকাদর্শন। রীতিমতো পাত পেড়ে খাওয়ানো হত সে সময় তৃণমূলের কর্মী সমর্থকদের নিমন্ত্রণ পর্যন্ত থাকত। তবে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর সেই ছবি যেন বদলে গিয়েছে, কিন্তু তাঁর কন্যা সুকন্যা মণ্ডল বাড়ি ফিরলে সেই ছবি আবার ফিরে আসবে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

সৌভিক রায়