অনুব্রত মণ্ডল

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের বিয়ের ছবি দেখেছেন? জামাইষষ্ঠীতে চোখে জল ‘কেষ্ট’র শ্যালকের, দেখুন পাঞ্জাবি-বেনারসিতে বর-কনের ছবি

*একসময় বীরভূমের রাজনীতি হোক বা সাধারণ মানুষের মনে অথবা মুখে এই একটাই নাম সব সময় চলাফেরা করত, অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের নাম শুনে নাকি 'বাঘে গরুতে এক ঘাটে জল খেত'। এখন তিনি জেলাতে নেই। আপাতত তাঁর ঠাঁই তিহাড়ে। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি। 
*একসময় বীরভূমের রাজনীতি হোক বা সাধারণ মানুষের মনে অথবা মুখে এই একটাই নাম সব সময় চলাফেরা করত, অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের নাম শুনে নাকি ‘বাঘে গরুতে এক ঘাটে জল খেত’। এখন তিনি জেলাতে নেই। আপাতত তাঁর ঠাঁই তিহাড়ে। প্রতিবেদনঃ সৌভিক রায়। সংগৃহীত ছবি।
*আজ থেকে প্রায় বহু বছর আগের কথা। তখন রাজ্য রাজনীতিতে 'কেষ্ট' নাম এতটা জনপ্রিয় ছিল না। বাবার ব্যবসা সামলাতেন অনুব্রত মণ্ডল।পাড়ার এক মেয়ে ছবিকে বিয়ে করেন। অনুব্রতর বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়।
*আজ থেকে প্রায় বহু বছর আগের কথা। তখন রাজ্য রাজনীতিতে ‘কেষ্ট’ নাম এতটা জনপ্রিয় ছিল না। বাবার ব্যবসা সামলাতেন অনুব্রত মণ্ডল।পাড়ার এক মেয়ে ছবিকে বিয়ে করেন। অনুব্রতর বাড়ি থেকে শ্বশুরবাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়।
*এলাকাবাসীদের সূত্রে জানা যায়, রেজিস্ট্রি করেই বিয়ে করেছিলেন অনুব্রত মণ্ডল। শোনা যায়, ভালবেসে বিয়ে করেছিলেন অনুব্রত। তবে অনুব্রত মণ্ডল নিজে একাধিক সাক্ষাৎকারে জানায় তিনি কোনওদিন প্রেম করেননি। দেখেশুনেই বিয়ে করেন। সংগৃহীত ছবি। 
*এলাকাবাসীদের সূত্রে জানা যায়, রেজিস্ট্রি করেই বিয়ে করেছিলেন অনুব্রত মণ্ডল। শোনা যায়, ভালবেসে বিয়ে করেছিলেন অনুব্রত। তবে অনুব্রত মণ্ডল নিজে একাধিক সাক্ষাৎকারে জানায় তিনি কোনওদিন প্রেম করেননি। দেখেশুনেই বিয়ে করেন। সংগৃহীত ছবি।
*অনুব্রত মণ্ডলের সঙ্গে সাধারণ মানুষের যেমন নিবিড় সম্পর্ক ছিল ঠিক সেই মতোই শ্বশুরবাড়ির সঙ্গে ছিল ভালবাসার সম্পর্ক। স্ত্রী যখন কঠিন রোগে আক্রান্ত হন তখন রাজনীতি সামলানোর পাশাপাশি স্ত্রীর জন্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেছেন। ছবি মন্ডলের মৃত্যুর আগে পর্যন্ত শ্বশুর বাড়িতে যাতায়াত ছিল কেষ্টর।
*অনুব্রত মণ্ডলের সঙ্গে সাধারণ মানুষের যেমন নিবিড় সম্পর্ক ছিল ঠিক সেই মতোই শ্বশুরবাড়ির সঙ্গে ছিল ভালবাসার সম্পর্ক। স্ত্রী যখন কঠিন রোগে আক্রান্ত হন তখন রাজনীতি সামলানোর পাশাপাশি স্ত্রীর জন্য বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেছেন। ছবি মন্ডলের মৃত্যুর আগে পর্যন্ত শ্বশুর বাড়িতে যাতায়াত ছিল কেষ্টর।
*তবে কেষ্ট আপাতত বাংলা থেকে বহু দূরে। বুধবার যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব জামাইষষ্ঠী পালন চলছিল সর্বত্র সাড়ম্বরে। ঠিক তখনই অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডলের জন্য চোখ ভিজে ওঠে কেষ্টর শালা আনন্দগোপাল ঘোষের।
*তবে কেষ্ট আপাতত বাংলা থেকে বহু দূরে। বুধবার যখন বাঙালির শ্রেষ্ঠ উৎসব জামাইষষ্ঠী পালন চলছিল সর্বত্র সাড়ম্বরে। ঠিক তখনই অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডলের জন্য চোখ ভিজে ওঠে কেষ্টর শালা আনন্দগোপাল ঘোষের।
*বুধবার জামাইষষ্ঠীর দিন কেষ্টর শ্বশুর বাড়ির যেন মুখভার। দোতলা বাড়ির একাধিক জায়গায় ফ্যাকাসে হয়েছে পড়েছে রং। তবুও যেন কেষ্ট ফিরে আসবে এই আশাতে, বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটি। ছবির বাড়িতে কোথাও দেখা মিলল না উৎসবের ছিটেফোঁটা ছোঁয়াও। ক্যামেরার সামনে কোনও কথাই বলতে রাজি নয় ঘোষ পরিবার। তবে তারই মধ্যে কেষ্টর শালা আনন্দ গোপাল ঘোষ বলেন, "মাঝেমধ্যেই সুকন্যার জন্য মনটা যেন কেঁদে ওঠে"। সংগৃহীত ছবি। 
*বুধবার জামাইষষ্ঠীর দিন কেষ্টর শ্বশুর বাড়ির যেন মুখভার। দোতলা বাড়ির একাধিক জায়গায় ফ্যাকাসে হয়েছে পড়েছে রং। তবুও যেন কেষ্ট ফিরে আসবে এই আশাতে, বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটি। ছবির বাড়িতে কোথাও দেখা মিলল না উৎসবের ছিটেফোঁটা ছোঁয়াও। ক্যামেরার সামনে কোনও কথাই বলতে রাজি নয় ঘোষ পরিবার। তবে তারই মধ্যে কেষ্টর শালা আনন্দ গোপাল ঘোষ বলেন, “মাঝেমধ্যেই সুকন্যার জন্য মনটা যেন কেঁদে ওঠে”। সংগৃহীত ছবি।
*পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী অসুস্থ হওয়ার আগে প্রতি বছর জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে যেতেন অনুব্রত। তিনি বিভিন্ন রকমের খাবার খেতে পছন্দ করেন। তাই জামাইষষ্ঠীর এই দিনটা কবজি ডুবিয়ে খেতেন সেখানে। তবে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল।
*পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী অসুস্থ হওয়ার আগে প্রতি বছর জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে যেতেন অনুব্রত। তিনি বিভিন্ন রকমের খাবার খেতে পছন্দ করেন। তাই জামাইষষ্ঠীর এই দিনটা কবজি ডুবিয়ে খেতেন সেখানে। তবে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন অনুব্রত মণ্ডলের স্ত্রী ছবি মণ্ডল।
*রাজনীতির থেকে সময় বার করে স্ত্রীর চিকিৎসার জন্য ছুটেছেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। কিন্তু, ২০২০ সালে মৃত্যু হয় ছবি মণ্ডলের। ক্যান্সারের সঙ্গে লড়ে উঠতে পারেননি। ঘনিষ্ঠদের কথায়, স্ত্রীর মৃত্যুর পরে বেশ ভেঙে পড়েছিলেন অনুব্রত।
*রাজনীতির থেকে সময় বার করে স্ত্রীর চিকিৎসার জন্য ছুটেছেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। কিন্তু, ২০২০ সালে মৃত্যু হয় ছবি মণ্ডলের। ক্যান্সারের সঙ্গে লড়ে উঠতে পারেননি। ঘনিষ্ঠদের কথায়, স্ত্রীর মৃত্যুর পরে বেশ ভেঙে পড়েছিলেন অনুব্রত।
*খুব একটা কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতেন না। দেখা করতেন না কারও সঙ্গে। এরপরে তিনি পরিবারের সহযোগিতায় আস্তে আস্তে স্ত্রী বিয়োগ ভুলে কাজে ফিরে আসেন। তারপর থেকেই আর জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাননি অনুব্রত মণ্ডল। তবে সকলের সঙ্গে ভাল ব্যবহার-সুসম্পর্ক বজায় রেখেছিলেন তিনি। পরিবারের কথায় জামাই ফিরে আসুক নিজের বাড়ি একটাই প্রার্থনা। সংগৃহীত ছবি।
*খুব একটা কাজ ছাড়া বাড়ির বাইরে বের হতেন না। দেখা করতেন না কারও সঙ্গে। এরপরে তিনি পরিবারের সহযোগিতায় আস্তে আস্তে স্ত্রী বিয়োগ ভুলে কাজে ফিরে আসেন। তারপর থেকেই আর জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাননি অনুব্রত মণ্ডল। তবে সকলের সঙ্গে ভাল ব্যবহার-সুসম্পর্ক বজায় রেখেছিলেন তিনি। পরিবারের কথায় জামাই ফিরে আসুক নিজের বাড়ি একটাই প্রার্থনা। সংগৃহীত ছবি।