অনুব্রত মন্ডল 

Anubrata Mondal: অপেক্ষা শেষ! দলের কার্যালয়ে অনুব্রত, চেয়ারে বসতেই ‌কান্নায় ভিজল চোখ, দেখুন ভিডিও

বীরভূম: বীরভূমের মাটিতে পা দিলেন অনুব্রত মণ্ডল। প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে। আর সেই গ্রেফতারি দীর্ঘ প্রায় দু’বছর অতিক্রম হয়েছে। দু’বছর পর ফের স্বমহিমায় বোলপুরে নিচুপট্টির বাড়িতে ফিরে এলেন অনুব্রত মণ্ডল।

এক পুজোতে বন্দি, আর এক পুজোতে মুক্তি। জীবনচক্রের আবহে এমনি ভাবেই আবর্তিত হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দু’বছর আগে ২০২২ সালের ১১ আগষ্ট এক সকালে গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। আসানসোল আদালতে থাকাকালীন ইডি সোন অ্যারেস্ট দেখায়।

আরও পড়ুনঃ নামেই বিতর্ক! হতদরিত্র ছোটবেলা, যৌবনে খ্যাতির শিখরে! পর্দার এক ঝলকেও লাস্যের ঝড়, কে বলুন তো? দেখুন অদেখা ছবির অ্যালবাম

ইডি নিয়ে যায় দিল্লি। পরে ঠাঁই হয় তিহার জেলে। এরপর বহু জল গড়িয়েছে। বাংলা দেখেছে অনুব্রতহীন জেলায় ২০২৩ পঞ্চায়েত নির্বাচন ও ২০২৪ লোকসভা নির্বাচন। সেই পুজোর আগেই গত শুক্রবার আদালত থেকে জামিন পান অনুব্রত। যদিও সরকারী কাজের জন্য মঙ্গলবার রাত্রী ৯ঃ২১ মিনিটে তিহারের তিন নম্বর গেট খুলে বেরিয়ে এলেন অনুব্রত, ধরলেন মেয়ে সুকন্যার হাত।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ব্যাপক দুর্যোগের আশঙ্কা! একের পর এক নিম্নচাপের খাঁড়া, তুমুল ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? জানুন

রাতে দিল্লি বিমানবন্দরের প্লেন ধরে ভোরেই পা রাখলেন কলকাতায়। আর সেই পুজোর আগেই, সেই সকালেই নীচুপট্টির নীল বাড়িতে ফিরলেন অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। রাস্তা জুড়ে তৃণমূল কর্মী, সমর্থকদের উচ্ছাস, ফিরলেন বাড়িতে। শরীর কিছুটা রুগ্ন। তবে মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আজও অটুট। ঘটনাচক্রে আজই প্রশাসনিক বৈঠকে বীরভূমে আসছেন মুখ্যমন্ত্রী। সভা করবেন বোলপুরে। মুখ্যমন্ত্রীর সাথে দেখা হতে পারে বলে জানান, দিদির প্রাণের ‘কেষ্ট’।

সৌভিক রায়