অনুব্রতর কালীপুজো নিয়ে শোরগোল

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের কালীপুজোয় এবার বিরাট চমক! জৌলুস কমলেও ‘দাদা’র ফিরে আসাতেই খুশি সকলে

বোলপুর: বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে জোরকদমে চলছে কালীপুজোর প্রস্তুতি। গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ায় গত ২ বছর কালীপুজোয় থাকতে পারেননি অনুব্রত মণ্ডল। কিন্তু এখন তিনি জামিনে মুক্ত। এই বছর অংশ নিয়েছেন কালীপুজোতেও। কিন্তু, তিনি নিজের হাতে দেবীকে গয়না পরাচ্ছেন না তিনি। তবে রয়েছেন পুজোতে।

বোলপুরে তৃণমূল কার্যালয়ে কালীপুজো, সেই কালীপুজোর দেবীমূর্তির গয়না বরাবর বিখ্যাত। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার আগে পর্যন্ত নিজে দাঁড়িয়ে থেকে সোনার গয়না পরাতেন কালী প্রতিমাকে। যদিও এ বছর অনুব্রত মণ্ডল ফিরে এসেছেন। কিন্তু যে তুলনায় সোনার গয়না পরানো হত অন্যান্য বার, এবার সেই সংখ্যা যথেষ্টই কম। অনুব্রত মণ্ডল জানান, এ বছর তাঁর অশৌচ চলছে, তাই কালী প্রতিমায় গয়না পরাতে পারবেন না।

আরও পড়ুন: ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন ‘এটি’! একবার উঠলে গা ঘিনঘিন করে উঠবে, নাম শুনে আঁতকে উঠবেন

গ্রেফতারের আগে অনুব্রত মণ্ডলের কালীপুজো মানেই ছিল বিপুল আয়োজন, জাঁকজমক। ২০২০ সালে কালীকে ৩০০ ভরি গয়নাতে সাজিয়েছিলেন অনুব্রত। ২০২১ সালে প্রায় ৫৭০ ভরি গয়না দিয়ে কালীকে সাজান তিনি। আর এই নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল।

২০২২ সালে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। সেই সময় বোলপুরের তৃণমূলের দলীয় কার্যালয়ে নেতা,কর্মীরাই চাঁদা তুলে পুজো এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা করেন। প্রতিমাকে গয়নাও পরানো হয়েছিল অনেকটাই কম। ২০২৩ সালের মতো এই বছরও থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও।

 

—-ইন্দ্রজিৎ রুজ