Apple iPhone 16 vs Google Pixel 9

Apple iPhone 16 vs Google Pixel 9: ভেবে দেখুন! কোনটা কিনবেন Apple iPhone 16 নাকি Google Pixel 9, জানুন ফিচার ও দামের ফারাক

চলতি বছরে Apple এবং Google তাদের ২০২৪ ফ্ল্যাগশিপ ফোন বাজারে এনেছে। যার জেরে ফের iOS বনাম Android বিতর্ক আরও জোরালো হয়েছে। Pixel 9-এর হাত ধরে সেরা জায়গা ধরে রেখেছে Google। কিন্তু অন্যদিকে ভ্যানিলা iPhone 16-এ নতুন কিছু পরিবর্তন এনেছে Apple।
চলতি বছরে Apple এবং Google তাদের ২০২৪ ফ্ল্যাগশিপ ফোন বাজারে এনেছে। যার জেরে ফের iOS বনাম Android বিতর্ক আরও জোরালো হয়েছে। Pixel 9-এর হাত ধরে সেরা জায়গা ধরে রেখেছে Google। কিন্তু অন্যদিকে ভ্যানিলা iPhone 16-এ নতুন কিছু পরিবর্তন এনেছে Apple।
উভয় ফোনের ডিজাইন এবং ফিল অনেকটা এক। তবে এর হার্ডওয়্যার এবং সফটওয়্যারেই রয়েছে আসল পার্থক্য। যাঁরা নতুন একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ খুঁজছেন, তাঁদের কোন ফোনটি কেনা উচিত। দেখে নেওয়া যাক, উভয়ের ফিচার।
উভয় ফোনের ডিজাইন এবং ফিল অনেকটা এক। তবে এর হার্ডওয়্যার এবং সফটওয়্যারেই রয়েছে আসল পার্থক্য। যাঁরা নতুন একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ খুঁজছেন, তাঁদের কোন ফোনটি কেনা উচিত। দেখে নেওয়া যাক, উভয়ের ফিচার।
ডিজাইন ও ডিসপ্লে:iPhone 16-এর লুক এবং ফিল এর আগের সিরিজের ফোনের মতোই। তবে Google-এর লেটেস্ট পিক্সেল ফোনে আনা হয়েছে নতুন ডিজাইন। Pixel 9-এ রয়েছে আরও বেশি কার্ভ। এর ফিল অনেকটা iPhone-এর মতোই। iPhone 15 Pro মডেলগুলির মতোই অ্যাকশন বাটন রয়েছে iPhone 16-এ। তবে যোগ করা হয়েছে একটি নতুন ক্যাপাসিটিভ Camera Control বাটন।
ডিজাইন ও ডিসপ্লে:iPhone 16-এর লুক এবং ফিল এর আগের সিরিজের ফোনের মতোই। তবে Google-এর লেটেস্ট পিক্সেল ফোনে আনা হয়েছে নতুন ডিজাইন। Pixel 9-এ রয়েছে আরও বেশি কার্ভ। এর ফিল অনেকটা iPhone-এর মতোই। iPhone 15 Pro মডেলগুলির মতোই অ্যাকশন বাটন রয়েছে iPhone 16-এ। তবে যোগ করা হয়েছে একটি নতুন ক্যাপাসিটিভ Camera Control বাটন।
বিল্ড কোয়ালিটির দিক থেকে উভয় ডিভাইসের ফিলই অনেকটা প্রিমিয়াম। অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে রয়েছে গ্লাস ব্যাক। iPhone 16-এ রয়েছে ম্যাট ফিনিশ আর Pixel-এ আছে গ্লসি ব্যাক। উভয় ফোনেই রয়েছে IP68 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। iPhone 16-এ রয়েছে 60Hz ৬.১ ইঞ্চি OLED স্ক্রিন। আর Pixel 9-এ রয়েছে ৬.৩ ইঞ্চি OLED স্ক্রিন।
বিল্ড কোয়ালিটির দিক থেকে উভয় ডিভাইসের ফিলই অনেকটা প্রিমিয়াম। অ্যালুমিনিয়াম ফ্রেমের সঙ্গে রয়েছে গ্লাস ব্যাক। iPhone 16-এ রয়েছে ম্যাট ফিনিশ আর Pixel-এ আছে গ্লসি ব্যাক। উভয় ফোনেই রয়েছে IP68 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। iPhone 16-এ রয়েছে 60Hz ৬.১ ইঞ্চি OLED স্ক্রিন। আর Pixel 9-এ রয়েছে ৬.৩ ইঞ্চি OLED স্ক্রিন।
পারফরম্যান্স: iPhone 16 এবং Pixel 9-এ রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন চিপসেট। iPhone 16 মূলত Apple-এর নবতম A18 চিপসেট দ্বারা চালিত হয়। যা Pixel 9-এর টেন্সর G4-এর তুলনায় অনেকটাই দ্রুত কাজ করে। Pixel 9-এ রয়েছে ১২ জিবি RAM। যদিও iPhone 16-এর RAM-এর পরিমাণ জানায়নি Apple।
পারফরম্যান্স: iPhone 16 এবং Pixel 9-এ রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন চিপসেট। iPhone 16 মূলত Apple-এর নবতম A18 চিপসেট দ্বারা চালিত হয়। যা Pixel 9-এর টেন্সর G4-এর তুলনায় অনেকটাই দ্রুত কাজ করে। Pixel 9-এ রয়েছে ১২ জিবি RAM। যদিও iPhone 16-এর RAM-এর পরিমাণ জানায়নি Apple।
স্টোরেজের দিক থেকে বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে iPhone 16 এবং Pixel 9 উভয়েরই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। iPhone 16-এর সবথেকে দামি ভ্যারিয়েন্টে রয়েছে ৫১২ জিবি স্টোরেজ। আর Pixel 9-এ মিলবে ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট।
স্টোরেজের দিক থেকে বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে iPhone 16 এবং Pixel 9 উভয়েরই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। iPhone 16-এর সবথেকে দামি ভ্যারিয়েন্টে রয়েছে ৫১২ জিবি স্টোরেজ। আর Pixel 9-এ মিলবে ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট।
সফটওয়্যার: iPhone 16 চালিত হয় Apple-এর iOS 18 দ্বারা। অন্যদিকে Pixel 9 চালিত হয় Android 14 দ্বারা। যা বেশ হতাশাজনক। নতুন এআই ফিচার চালু করছে Apple। আর ইতিমধ্যেই Pixel 9-এ রয়েছে এআই-চালিত ফিচার। যদিও গত কয়েক বছরে Android এবং iOS-এর ব্যবধান কমেছে।
সফটওয়্যার: iPhone 16 চালিত হয় Apple-এর iOS 18 দ্বারা। অন্যদিকে Pixel 9 চালিত হয় Android 14 দ্বারা। যা বেশ হতাশাজনক। নতুন এআই ফিচার চালু করছে Apple। আর ইতিমধ্যেই Pixel 9-এ রয়েছে এআই-চালিত ফিচার। যদিও গত কয়েক বছরে Android এবং iOS-এর ব্যবধান কমেছে।
ক্যামেরা:iPhone 16-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। যা আগের বছরের মতোই রয়েছে। Google-ও বজায় রেখেছে একই ফর্মুলা। Pixel 9-এ রয়েছে ড্যুয়াল ক্যামেরা সেট-আপ। অর্থাৎ থাকছে একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স।
ক্যামেরা:iPhone 16-এ রয়েছে ৪৮ মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর। যা আগের বছরের মতোই রয়েছে। Google-ও বজায় রেখেছে একই ফর্মুলা। Pixel 9-এ রয়েছে ড্যুয়াল ক্যামেরা সেট-আপ। অর্থাৎ থাকছে একটি ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ৪৮ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স।
iPhone 16 আর Pixel 9-এর মাধ্যমে দিন এবং রাতে অসাধারণ ছবি তুলতে পারে। তবে ভিডিও-র ক্ষেত্রে iPhone 16-এর আউটপুট Pixel 9-এর তুলনায় খানিকটা হলেও ভাল।
iPhone 16 আর Pixel 9-এর মাধ্যমে দিন এবং রাতে অসাধারণ ছবি তুলতে পারে। তবে ভিডিও-র ক্ষেত্রে iPhone 16-এর আউটপুট Pixel 9-এর তুলনায় খানিকটা হলেও ভাল।