Apple iPhone SE 4 leaks: লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল iPhone SE 4 সিরিজ স্মার্টফোনের বৈশিষ্ট্য, জেনে নিন বিস্তারিত

গত কয়েক মাস ধরে iPhone SE 4 নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। এতে না কি সস্তায় অ্যাপল ইন্টিলিজেন্স ফিচার থাকবে। তবে এই নিয়ে অ্যাপল এখনও মুখ খোলেনি। চলতি বছরের শেষ নাগাদ ব্যাপক হারে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই iPhone SE 4-এর দাম এবং স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল।
গত কয়েক মাস ধরে iPhone SE 4 নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। এতে না কি সস্তায় অ্যাপল ইন্টিলিজেন্স ফিচার থাকবে। তবে এই নিয়ে অ্যাপল এখনও মুখ খোলেনি। চলতি বছরের শেষ নাগাদ ব্যাপক হারে উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। তার আগেই iPhone SE 4-এর দাম এবং স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল।
iPhone SE 4-এর সম্ভাব্য স্পেসিফিকেশন: টিপস্টার জুকানলসরেভের দাবি, iPhone SE 4 –এ 6.06-ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে 60Hz। ফোনে থাকবে স্পেশাল নচ, যা ফেস আইডি এবং সামনের ক্যামেরা সিস্টেমকে ধরে রাখবে। এছাড়াও সামনে 12MP এবং পিছনে 48MP ক্যামেরা থাকতে পারে বলে শোনা যাচ্ছে। বেস iPhone 16 মডেলের মতো iPhone SE 4 –এও থাকছে অ্যাপলের লেটেস্ট A18 চিপসেট।
iPhone SE 4-এর সম্ভাব্য স্পেসিফিকেশন: টিপস্টার জুকানলসরেভের দাবি, iPhone SE 4 –এ 6.06-ইঞ্চি OLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট হবে 60Hz। ফোনে থাকবে স্পেশাল নচ, যা ফেস আইডি এবং সামনের ক্যামেরা সিস্টেমকে ধরে রাখবে। এছাড়াও সামনে 12MP এবং পিছনে 48MP ক্যামেরা থাকতে পারে বলে শোনা যাচ্ছে। বেস iPhone 16 মডেলের মতো iPhone SE 4 –এও থাকছে অ্যাপলের লেটেস্ট A18 চিপসেট।
এছাড়াও যে সব তথ্য ফাঁস হয়েছে, তা থেকে জানা যাচ্ছে, নতুন iPhone SE 4 –এ 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হচ্ছে। এর আগের মডেলে ছিল ৪ জিবি র‍্যাম। ফলে র‍্যাম বাড়ছে। উল্লেখযোগ্য বিষয় হল, ডিজাইনে বেশ কিছু বদল হতে পারে।
এছাড়াও যে সব তথ্য ফাঁস হয়েছে, তা থেকে জানা যাচ্ছে, নতুন iPhone SE 4 –এ 8GB RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হচ্ছে। এর আগের মডেলে ছিল ৪ জিবি র‍্যাম। ফলে র‍্যাম বাড়ছে। উল্লেখযোগ্য বিষয় হল, ডিজাইনে বেশ কিছু বদল হতে পারে।
iPhone SE 4-এ 3,279mAh ব্যাটারি থাকবে, যা তার আগের মডেলের 2,018mAh ব্যাটারির তুলনায় বেশি। স্ক্রীন সাইজ 4.7 ইঞ্চি থেকে 6.06 ইঞ্চি পর্যন্ত বাড়ানোর কারণে ব্যাটারির আকার বাড়ানো অস্বাভাবিক কিছু নয়। অন্য দিকে, SE 4-এর চার্জিং স্পিড 20W-ই থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে ম্যাগসেফ চার্জিং সাপোর্ট করতে পারে বলেও শোনা যাচ্ছে।
iPhone SE 4-এ 3,279mAh ব্যাটারি থাকবে, যা তার আগের মডেলের 2,018mAh ব্যাটারির তুলনায় বেশি। স্ক্রীন সাইজ 4.7 ইঞ্চি থেকে 6.06 ইঞ্চি পর্যন্ত বাড়ানোর কারণে ব্যাটারির আকার বাড়ানো অস্বাভাবিক কিছু নয়। অন্য দিকে, SE 4-এর চার্জিং স্পিড 20W-ই থাকবে বলে অনুমান করা হচ্ছে। তবে ম্যাগসেফ চার্জিং সাপোর্ট করতে পারে বলেও শোনা যাচ্ছে।
iPhone SE 4-এর সম্ভাব্য দাম: ২০২৫ সালের প্রথমার্ধে iPhone SE 4-এর লঞ্চ হওয়ার কথা রয়েছে। তবে এখনও দিনক্ষণ ঘোষণা করেনি অ্যাপল। ইতিমধ্যেই মার্চ মাসে লঞ্চ হতে পারে বলে একাধিক টিপস্টার দাবি করেছেন। সম্ভাব্য দামও জানিয়ে দিয়েছেন তাঁরা। টিপস্টারদের দাবি অনুযায়ী, iPhone SE 4-এর দাম ৪৯৯ ডলার থেকে ৫৪৯ ডলারের মধ্যে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪১,৯৬২ টাকা থেকে ৪৬,১৬৬ টাকার মধ্যে। এখানে বলে রাখা ভাল, iPhone SE অর্থাৎ iPhone SE 4-এর আগের মডেলের দাম ছিল ৪২৯ ডলার। ভারতীয় মুদ্রায় ৩৬ হাজার টাকার মতো।
iPhone SE 4-এর সম্ভাব্য দাম: ২০২৫ সালের প্রথমার্ধে iPhone SE 4-এর লঞ্চ হওয়ার কথা রয়েছে। তবে এখনও দিনক্ষণ ঘোষণা করেনি অ্যাপল। ইতিমধ্যেই মার্চ মাসে লঞ্চ হতে পারে বলে একাধিক টিপস্টার দাবি করেছেন। সম্ভাব্য দামও জানিয়ে দিয়েছেন তাঁরা। টিপস্টারদের দাবি অনুযায়ী, iPhone SE 4-এর দাম ৪৯৯ ডলার থেকে ৫৪৯ ডলারের মধ্যে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪১,৯৬২ টাকা থেকে ৪৬,১৬৬ টাকার মধ্যে। এখানে বলে রাখা ভাল, iPhone SE অর্থাৎ iPhone SE 4-এর আগের মডেলের দাম ছিল ৪২৯ ডলার। ভারতীয় মুদ্রায় ৩৬ হাজার টাকার মতো।
সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মিং চি কুও তাঁর ব্লগে দাবি করেছেন, ডিসেম্বর থেকে iPhone SE 4-এর ব্যাপক উৎপাদন শুরু করবে অ্যাপল। মার্চের মধ্যে ৮.৬ মিলিয়ন ইউনিট তৈরির লক্ষ্য রয়েছে টিম কুকের সংস্থার। সম্ভবত, ২০২৫ সালের মার্চ বা এপ্রিলে এই ফোন লঞ্চ হতে পারে।
সাপ্লাই চেইন বিশেষজ্ঞ মিং চি কুও তাঁর ব্লগে দাবি করেছেন, ডিসেম্বর থেকে iPhone SE 4-এর ব্যাপক উৎপাদন শুরু করবে অ্যাপল। মার্চের মধ্যে ৮.৬ মিলিয়ন ইউনিট তৈরির লক্ষ্য রয়েছে টিম কুকের সংস্থার। সম্ভবত, ২০২৫ সালের মার্চ বা এপ্রিলে এই ফোন লঞ্চ হতে পারে।